বাংলা নিউজ > ঘরে বাইরে > বিধায়ক খুনে ভুয়ো তথ্য দিয়ে গিয়েছে বিজেপি, রাষ্ট্রপতি ভবনে গিয়ে জানিয়ে এলেন ডেরেক

বিধায়ক খুনে ভুয়ো তথ্য দিয়ে গিয়েছে বিজেপি, রাষ্ট্রপতি ভবনে গিয়ে জানিয়ে এলেন ডেরেক

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ডেরেক ও ব্রায়েন

চিঠিতে রাষ্ট্রপতিকে মমতা জানিয়েছেন, ‘টাকা লেনদেন নিয়ে বিবাদের জেরে এই মৃত্যু। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এই মৃত্যুর যথাযথ তদন্তের জন্য দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য সরকার।

হেমতাবাদে বিজেপি বিধায়ক খুনে নিরপেক্ষা তদন্ত হবে। রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একথা জানিয়ে এলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি রাষ্ট্রপতির হাতে তুলে দেন তিনি। 

মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিজেপি নেতারা হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের খুনে সিবিআই তদন্তের দাবি করেন। এর পর বুধবার রাষ্ট্রপতি ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে হাজির হন ডেরেক।

চিঠিতে রাষ্ট্রপতিকে মমতা জানিয়েছেন, ‘টাকা লেনদেন নিয়ে বিবাদের জেরে এই মৃত্যু। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এই মৃত্যুর যথাযথ তদন্তের জন্য দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আমি ইতিমধ্যে সিআইডিকে এর তদন্তভার হস্তান্তর করেছি।’

রাষ্ট্রপতিকে মমতা জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ এমন রাজ্য যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতা ও কর্মীদের সম্মান করা হয়। বিধানসভায় আমাদের সঙ্গীর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর আত্মা শান্তি পাক। সত্য প্রকাশিত হোক।’

জানা গিয়েছে, ডেরেক রাষ্ট্রপতিকে জানিয়েছেন। বিষয়টি নিয়ে অহেতুক শোরগোল করছে বিজেপি। রাষ্ট্রপতিতে ভুয়ো তথ্য দিয়ে গিয়েছে তারা। 

 

বন্ধ করুন