অযোধ্যায় ২২ বছরের এক দলিত তরুণীর পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় সরব হল তৃণমূল কংগ্রেস। সোমবার এই বিষয়টি নিয়ে দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সরব হয় পশ্চিমবঙ্গের শাসকদল। তাদের বক্তব্য, বিজেপি শাসনের অধীনে উত্তরপ্রদেশ 'আতঙ্ক, অত্যাচার ও অবিচারের ভূমিতে' পর্যবসিত হয়েছে।
তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, একদিকে বিজেপি (ডবল ইঞ্জিন সরকার) শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করছেন, তাঁর রাজ্যে আইন-শৃঙ্খলা কায়েম রয়েছে। তাহলে সেই একই রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে কীভাবে?
এদিন তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেলে এই ইস্যুতে একাধিক পোস্ট করা হয়। তার মধ্যে একটি পোস্টে লেখা হয় - 'বিজেপি শাসনের অধীনে উত্তরপ্রদেশ আতঙ্ক, অত্যাচার ও অবিচারের ভূমিতে পর্যবসিত হয়েছে। অযোধ্যার একটি খাল থেকে ২২ বছরের এক দলিত তরুণীর বিকৃত, বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়েছে - তাঁর চোখ খুবলে বের করে নেওয়া হয়েছে, দেহে একাধিক গভীর ক্ষত রয়েছে এবং হাড়ও ভেঙে গিয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। তারপরও বিজেপি চুপ। কোনও গ্রেফতারি নেই। কোনও দায়বদ্ধতা নেই।'
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে জানতে চাওয়া হয়েছে, তিনি যে তাঁর রাজ্যে আইন-শৃঙ্খলা কায়েম থাকার কথা বলছেন, সেই আইন-শৃঙ্খলা কোথায় হারিয়ে যায়, কোথায় উধাও হয়ে যায় 'বেটি বাঁচাও'-এর ঠুনকো প্রচার, যখন উত্তরপ্রদেশে দলিত মহিলাদের ধর্ষণ ও খুন করা হয়?
তৃণমূলের অভিযোগ, তাঁর রাজ্যে যখন এই সমস্ত অপরাধের ঘটনা ঘটে, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অন্যদিকে তাকিয়ে থাকেন!
উল্লেখ্য, শনিবারই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, উত্তরপ্রদেশের অযোধ্য়ায় একটি খাল থেকে এক দলিত তরুণীর বিবস্ত্র ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। যেখানে তাঁর দেহ পাওয়া যায়, সেই জায়গার কাছেই একটি গ্রামে থাকতেন ওই তরুণী। পুলিশও জানিয়েছিল, এই ঘটনায় নিহত মেয়েটির পরিবারের সদস্যরা ধর্ষণ করে খুনের অভিযোগ তুলেছেন।
পরিবারের সদস্যরাই জানিয়েছিলেন যে তরুণীর মৃতদেহ থেকে চোখ খুবলে বের করে নেওয়া হয়েছিল এবং দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
পরিবার সূত্রে আরও জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত থেকে ওই তরুণীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের সদস্যরাই তরুণীর খোঁজে চারিদিকে তল্লাশি চালান। পরে তরুণীর জামাইবাবু তাঁর দেহ ওই খালে পড়ে থাকতে দেখেন। যেখান থেকে তাঁদের গ্রামের দূরত্ব খুব বেশি হলে ৫০০ মিটার হবে।
সার্কেল অফিসার আশুতোষ তিওয়ারি জানিয়েছেন, শুক্রবার এই বিষয়ে অভিযোগ আসার পরই একটি নিখোঁজ ডায়ারি করেছিল পুলিশ।