দিল্লিতে যাওয়ার আগে ত্রিপুরায় দলীয় নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনার প্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই ত্রিপুরার ঘটনা নিয়ে সুবিচার চাইতে জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের প্রতিনিধিরা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন তাঁরা।
তৃণমূল শিবিরের দাবি, ত্রিপুরায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ত্রিপুরায় যেভাবে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তা থেকে পরিত্রাণ পেতে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চাইছে তৃণমূল। তৃণমূল শিবিরের বক্তব্য, চেয়ারম্যান যেন নিজে ত্রিপুরায় যান বা তাঁর কোনও প্রতিনিধি পাঠান। রাজ্যে যেভাবে রাজনৈতিক সন্ত্রাস চলছে, তা থেকে মুক্তি পেতে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, গত মে মাসে রাজ্যে বিধানসভা ভোটে ফল ঘোষণা হওয়ার পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তোলে বিজেপি। বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছিল, হিংসার বলি হয়েছেন তাঁদের বহু কর্মী। অনেকেই ঘরছাড়া। শেষপর্যন্ত ভোট পরবর্তী হিংসার ঘটনা আদালত পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে আসেন গোটা বিষয়টি খতিয়ে দেখতে। জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আদালত ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এবার ত্রিপুরায় ঘটে চলা একের পর এক হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চায় তৃণমূল।