Rajya Sabha Equation: সংসদের পরবর্তী অধিবেশনে ওয়াকফ বিল পাশ করাতে রাজ্যসভায় কোন সমীকরণে পাল্লা ভারী হতে পারে মোদীদের?
Updated: 10 Aug 2024, 04:31 PM ISTগত মাসেই রাজ্যসভায় ৪ মনোনীত সদস্যের আসন ফাঁকা হয়। ... more
গত মাসেই রাজ্যসভায় ৪ মনোনীত সদস্যের আসন ফাঁকা হয়। এবার এই ৪ আসনে যাঁরা আসবেন, তাঁরা সরকারের পক্ষে সায় দিলে, রাজ্যসভায় এনডিএর বাইরে থাকা অথচ বিজেপির সঙ্গে সখ্যতার সম্পর্ক রাখা দলগুলির ওপর মোদী সরকারকে সেভাবে ভরসা করতে হবে না।
পরবর্তী ফটো গ্যালারি