রাজ্যসভায় এদিন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি জানান যে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব মহাসড়ক থেকে টোল প্লাজার ব্যবস্থা উঠে যাবে। বদলে গাড়ির নম্বর প্লেটের থেকেই সরাসরি টোল কাটার ব্যবস্থা থাকতে পারে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, টোল প্লাজা দেশের অনেক সমস্যার কারণ। লম্বা লাইনে গাড়ি দাঁড়িয়ে থাকে। যানজট হয়। এই আবহে বিকল্প উপায় খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
একই দিশায় ৬০ কিমির মধ্যে একাধিক টোল প্লাজা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে। সেই প্রসঙ্গে তিনি সংসদে বলেন, ‘সরকার দুটি বিকল্প পথ খুঁজছে। উপগ্রহ ভিত্তিক জিপিএস ব্যবস্থার কথা ভাবছে সরকার। তাহলে গাড়ির মালিকের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেটে যাবে। বা নম্বর প্লেট থেকে সরাসরি টাকা কেটে যাবে, এমন বিকল্পের কথাও ভাবা হচ্ছে।’
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আমরা স্যাটেলাইট ব্যবহার করে জিপিএস ব্যবহার করতে চাই ফাস্ট্যাগের বদলে। নয়া পদ্ধতি চালু করার প্রক্রিয়ায় আছি আমরা এবং এর ভিত্তিতে আমরা টোল নিতে চাই। নম্বর প্লেটেও প্রযুক্তি পাওয়া যায় এবং ভারতেও অন্যান্য আরও ভালো প্রযুক্তি পাওয়া যায়। আমরা নির্দিষ্ট প্রযুক্তি বেছে নেব। যদিও আমরা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিইনি। আমার দৃষ্টিতে নম্বর প্লেট প্রযুক্তিতে কোনও টোল প্লাজা থাকবে না এবং একটি অত্যাধুনিক কম্পিউটারাইজড ডিজিটাল সিস্টেম থাকবে যার মাধ্যমে আমরা চালকদের স্বস্তি দিতে পারি। কোনও লাইন থাকবে না এবং মানুষ বড় স্বস্তি পাবে। ছয় মাসের মধ্যে আমি এটি করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। দেশের মানুষকে যানজটের সমস্যা থেকে মুক্তি দিতে এটি জরুরি।’