বাংলা নিউজ > ঘরে বাইরে > নিজেদের 'বদলি' রুখতে স্কুলের ছাদে পড়ুয়াদের 'পণবন্দি' করে রাখলেন শিক্ষকরা! এরপর কী ঘটল?

নিজেদের 'বদলি' রুখতে স্কুলের ছাদে পড়ুয়াদের 'পণবন্দি' করে রাখলেন শিক্ষকরা! এরপর কী ঘটল?

ঘটনায় ত্রস্ত পড়ুয়ারা।

লখিমপুর খিরি এলাকার শিক্ষক আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে জানান, ওই দুই শিক্ষক নিজেদের বদলি আটকানোর জন্য জেলা আধিকারিকদের ওপর চাপ দিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এছাড়াও ওই দুই শিক্ষকদের ওপর বহুদিন ধরেই কিছু নিয়মানুবর্তিতা সম্পর্কীয় শাস্তি লাগু হয়।

ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুর খিরি এলাকার। সেখানে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা কার্যত এখনও ত্রস্ত। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে স্কুলের ছাদে প্রায় ৩০ জন মতো ছাত্রীকে পণবন্দি করে রাখেন দু'জন শিক্ষক। তাঁদের দাবি ছিল, যাতে কোনও ক্রমেই তাঁদের বদলি কার না হয়।

লখিমপুর খিরি এলাকার শিক্ষক আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে জানান, ওই দুই শিক্ষক নিজেদের বদলি আটকানোর জন্য জেলা আধিকারিকদের ওপর চাপ দিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এছাড়াও ওই দুই শিক্ষকদের ওপর বহুদিন ধরেই কিছু নিয়মানুবর্তিতা সম্পর্কীয় শাস্তি লাগু হয়। যার জেরেই বদলির সিদ্ধান্ত উঠে আসে প্রশাসনিকস্তর থেকে। আর সেই সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টাতেই ছিলেন শিক্ষকরা, বলে অভিযোগ। এদিকে স্কুলের ভিতর যখন পড়ুয়াদের এভাবে পণবন্দি করা হচ্ছিল, তখনই স্কুলের ওয়ার্ডেন প্রশাসনিক কর্তাদের খবর দেন। মুহূর্তে স্কুলে ছুটে আসে পুলিশ। আরও পড়ুন-মসজিদের ভিতর মিলল মন্দিরের স্থাপত্যশৈলী! শুরু তোলপাড়, প্রশাসন কোনপথে?

স্থানীয় মহিলা থানা থেকে পুলিশ এসে ওই পড়ুয়াদের উদ্ধার করে। তারপর ধীরে ধীরে ছাত্রীদের উদ্ধার করে তাদের হোস্টেলে পাঠানো হয়। ঘটনায় স্বভাবতই ছাত্রীরা এখনও আতঙ্কে রয়েছে। এদিকে, অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে আরও কড়া মনোভাব নিয়েছে স্থানীয় শিক্ষা সম্পর্কীয় প্রশাসন। ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও তদন্তের রিপোর্ট তিনদিনের মধ্যে জমা দিতে হবে বলেও জানানো হয়।

পরবর্তী খবর

Latest News

নিয়া শর্মা থেকে ধীরাজ, এবার ‘বিগ বস ১৮’-এ প্রতিযোগী কারা? তালিকায় রয়েছে বড় চমক প্লিমারকে আউটের পর অভিনব সেলিব্রেশন! নজর কাড়ল আর্সেনাল ফ্যান শোভানার সেলিব্রেশন PM ইন্টার্নশিপের রেজিস্ট্রেশন চালু করছে সরকার, মিলবে ৬৬০০০, কীভাবে করবেন আবেদন? রিঙ্কু সিংয়ের হাতে ‘Gods Plan’ ট্যাটু! লুকিয়ে রয়েছে আরও রহস্য! জানুন ওর থেকেই… 'পাকিস্তানে ভদ্র ভাবে...', পড়শি দেশে যাওয়ার আগে শান্ত গলায় কড়া বার্তা জয়শংকরের জেলেই মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, পায়েস পাবেন সন্দীপরা! একেবারে এলাহি মেনু তৈরি খুনের কথা স্বীকার করেছে ধৃত মোস্তাকিন, জয়নগরে কিশোরীর দেহ উদ্ধারে জানালেন SP দেবকে দেখে ‘চোখে জল’ শুভশ্রীর! কুণাল ঘোষের দাবির পরই ভিডিয়ো বার্তা দিল রাজের বউ GST সমেত ৭৯ হাজার ছুঁই ছুঁই সোনা, আজ কলকাতায় ফের বাড়ল হলুদ ধাতুর দাম পুজোর মধ্যেই পার্থ-জ্যোতিপ্রিয়র 'মুক্তি'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.