বাংলা নিউজ > ঘরে বাইরে > নিজেদের 'বদলি' রুখতে স্কুলের ছাদে পড়ুয়াদের 'পণবন্দি' করে রাখলেন শিক্ষকরা! এরপর কী ঘটল?

নিজেদের 'বদলি' রুখতে স্কুলের ছাদে পড়ুয়াদের 'পণবন্দি' করে রাখলেন শিক্ষকরা! এরপর কী ঘটল?

ঘটনায় ত্রস্ত পড়ুয়ারা।

লখিমপুর খিরি এলাকার শিক্ষক আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে জানান, ওই দুই শিক্ষক নিজেদের বদলি আটকানোর জন্য জেলা আধিকারিকদের ওপর চাপ দিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এছাড়াও ওই দুই শিক্ষকদের ওপর বহুদিন ধরেই কিছু নিয়মানুবর্তিতা সম্পর্কীয় শাস্তি লাগু হয়।

ঘটনা উত্তরপ্রদেশের লখিমপুর খিরি এলাকার। সেখানে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা কার্যত এখনও ত্রস্ত। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে স্কুলের ছাদে প্রায় ৩০ জন মতো ছাত্রীকে পণবন্দি করে রাখেন দু'জন শিক্ষক। তাঁদের দাবি ছিল, যাতে কোনও ক্রমেই তাঁদের বদলি কার না হয়।

লখিমপুর খিরি এলাকার শিক্ষক আধিকারিক লক্ষ্মীকান্ত পাণ্ডে জানান, ওই দুই শিক্ষক নিজেদের বদলি আটকানোর জন্য জেলা আধিকারিকদের ওপর চাপ দিতেই এমন কাণ্ড ঘটিয়েছেন। এছাড়াও ওই দুই শিক্ষকদের ওপর বহুদিন ধরেই কিছু নিয়মানুবর্তিতা সম্পর্কীয় শাস্তি লাগু হয়। যার জেরেই বদলির সিদ্ধান্ত উঠে আসে প্রশাসনিকস্তর থেকে। আর সেই সিদ্ধান্ত পাল্টানোর চেষ্টাতেই ছিলেন শিক্ষকরা, বলে অভিযোগ। এদিকে স্কুলের ভিতর যখন পড়ুয়াদের এভাবে পণবন্দি করা হচ্ছিল, তখনই স্কুলের ওয়ার্ডেন প্রশাসনিক কর্তাদের খবর দেন। মুহূর্তে স্কুলে ছুটে আসে পুলিশ। আরও পড়ুন-মসজিদের ভিতর মিলল মন্দিরের স্থাপত্যশৈলী! শুরু তোলপাড়, প্রশাসন কোনপথে?

স্থানীয় মহিলা থানা থেকে পুলিশ এসে ওই পড়ুয়াদের উদ্ধার করে। তারপর ধীরে ধীরে ছাত্রীদের উদ্ধার করে তাদের হোস্টেলে পাঠানো হয়। ঘটনায় স্বভাবতই ছাত্রীরা এখনও আতঙ্কে রয়েছে। এদিকে, অভিযুক্ত শিক্ষকদের বিষয়ে আরও কড়া মনোভাব নিয়েছে স্থানীয় শিক্ষা সম্পর্কীয় প্রশাসন। ঘটনার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও তদন্তের রিপোর্ট তিনদিনের মধ্যে জমা দিতে হবে বলেও জানানো হয়।

বন্ধ করুন