বাংলা নিউজ > ঘরে বাইরে > Momo seller murder: মায়ের মৃত্যুর বদলা নিতে মোমো বিক্রেতার পেটে ছুরি চালাল কিশোর, খুনের অভিযোগে আটক

Momo seller murder: মায়ের মৃত্যুর বদলা নিতে মোমো বিক্রেতার পেটে ছুরি চালাল কিশোর, খুনের অভিযোগে আটক

মায়ের মৃত্যুর বদলা নিতে মোমো বিক্রেতার পেটে ছুরি চালাল কিশোর, খুনের অভিযোগে আটক

ওই এলাকায় কপিল একটি মোমোর স্টল চালাতেন। তিনি বিবাহিত। তবে সম্প্রতি তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন। তারপর থেকে তিনি একাই থাকছিলেন। এদিকে, অভিযুক্ত কিশোরের মা কপিলের স্টলে কাজ করতেন। তবে প্রায় এক মাস আগে তিনি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন।

দিল্লিতে এক মোমো বিক্রেতাকে খুন করার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। অভিযোগ, মায়ের মৃত্যুর বদলা নিতে ৩৫ বছর বয়সি ওই মোমো বিক্রেতাকে ছুরি দিয়ে খুন করে ১৫ বছর বয়সি অভিযুক্ত কিশোর।  মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। মৃত মোমো বিক্রেতার নাম কপিল। 

আরও পড়ুন: পার্কে হাঁটার সময় লন্ডনে ভারতীয় বংশোদ্ভুত বৃদ্ধকে পিটিয়ে খুন, ধৃত নাবালক সহ ৫

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কপিল একটি মোমোর স্টল চালাতেন। তিনি বিবাহিত। তবে সম্প্রতি তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছেন। তারপর থেকে তিনি একাই থাকছিলেন। এদিকে, অভিযুক্ত কিশোরের মা কপিলের স্টলে কাজ করতেন। তবে প্রায় এক মাস আগে তিনি সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন। মায়ের এই মৃত্যুর জন্য কপিলকে দায়ী করেছিল কিশোর। তারপর থেকেই কপিলের উপর ক্ষোভ তৈরি হয়েছিল তার। তা থেকে প্রতিশোধ নিতেই কপিলকে একা পেয়ে সোমবার রাতে প্রীত বিহার মেট্রো স্টেশনের কাছে শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে কিশোর।  

পরে কপিলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ জানতে পারে এক মোমো বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে । তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তখন খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তবে ইতিমধ্যেই তার মৃত্যু হয়।এই ঘটনায় একটি খুনের মামলার রুজু করেছে প্রীত বিহার থানার পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, কপিলের মোমোর স্টল ছিল জগতপুরী এলাকায়। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে সন্দেহভাজন হিসাবে ১৫ বছর বয়সি কিশোরকে দেখতে পায়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কিশোরকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কপিলের তলপেটে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। 

 পুলিশ জানিয়েছে, স্টল বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ওই যুবককে খুন করা হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, যে মৃত ব্যক্তির একজন কর্মচারী তার উপর বিরক্ত ছিলেন।ছেলেটিকে আটক করার পর সে অপরাধের কথা স্বীকার করে। ছেলেটি রান্নাঘরের ছুরি দিয়ে খুন করেছে বলে জানায় । এদিকে, পুলিশ জানিয়েছে,কিশোরের মায়ের মৃত্যু হয়েছিল ত্রুটির কারণে। এটি খুনের ঘটনা ছিল না।

পরবর্তী খবর

Latest News

মিথুনের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল নতুন করে হিংসা মণিপুরে, মৃত ৬, রাজ্যপাল-বিধায়কদের সঙ্গে বৈঠকে বীরেন বৃষর কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মইন আলি! হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন? মেষের কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল ‘এমন ব্যাটার বানাও দুনিয়া ভয়ে কাঁপবে’, বাবা বললেও অশ্বিনদের ভবিষ্যৎ হলেন মানব মায়ের মৃত্যুই বেঁধে দিল তন্বী-রাজদীপকে, গণেশ পুজোয় প্রেমে শিলমোহর টলি-তারকার গণেশ চতুর্থীর পরেই ঋষি পঞ্চমীর পবিত্র উৎসব, জেনে নিন এই দিনের গুরুত্ব টাকা চেয়ে দেওয়া হয়েছিল হুমকি? বিশ্বভারতীর ছাত্রীর মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য ফর্ম পড়তিতে, কিন্তু আয়ের নিরিখে এখনও শীর্ষে রোনাল্ডো, কোহলি কত নম্বরে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.