৫ ঘণ্টা আকাশ পথে ওড়ারপর জাপানগামী বিমান ফের ফিরে এল দিল্লি বিমানবন্দরে। এই ঘটনায় বুধবার দিল্লি বিমানবন্দরে ছড়িয়েছে চাঞ্চল্য। এক প্রযুক্তিগত কারণে ২০০ জন যাত্রীকে নিয়ে বিমানটি ফের দিল্লি বিমানবন্দরে ফিরে আসে। জানা গিয়েছে, বিমানটির গন্তব্য ছিল টোকিওর হানেদা বিমানবন্দরে।
মঙ্গলবার সন্ধ্যে ৭.২০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে টোকিও বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় বিমানটি। এরপর আকাশপথে ৫ ঘণ্টা সফর করে একটি প্রযুক্তিগত ত্রুটি দেখতে পায় বিমানটি। এরপর বুধবার রাত ১২.৪৫ মিনিট নাগাদ ওই বিমানটি ফিরে আসে। বিমানের সমস্ত যাত্রীদের আপাতত নিরাপদে একটি হোটেলে রাখা হয়েছে। জানা গিয়েছে, বিমান বিকেলে টোকিওর উদ্দেশে রওনা হবে।
( ভোটমুখী কর্ণাটকে ওবিসি মুসলিম সংরক্ষণ বাতিল ইস্যুতে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের)
উল্লেখ্য, সদ্য এপ্রিল মাসের শুরুতেই দিল্লি থেকে স্যান ফ্রান্সিসকোগামী এক বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। সেই বিমানেও ছিলেন ২০০ দন যাত্রী। সেই বিমান উত্তরণের আগেই তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। তাপপর তড়িঘড়ি সেই বিমানের উড়ান স্থগিত করা হয়। সকল বিমানযাত্রী নিরাপদে থাকেন। ওই যাত্রীদের অন্য একটি বিমানে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, বিমান ঘিরে সদ্য একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করেছে। গত নভেম্বরে এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলাযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে বিমানে তাঁর সহযাত্রীর বিরুদ্ধে। তারপর সেই ঘটনার জল গড়ায় বহুদূর। পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। চলে মামলা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup