১৯শে মে দুপুর ১২টা। দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বিজেপির সদর দফতরে যাব। সাফ জানিয়ে দিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল সেই প্রসঙ্গে একাধিক নাম উল্লেখ করেছেন যাদেরকে এর আগে জেলে পাঠানো হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল মণীশ শিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সঞ্জয় সিং… আর এবার বিভব কুমার …
আপ সুপ্রিমো বলেন, আপনারা দেখছেন ওরা কেমন আপের পেছনে পড়ে রয়েছে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাইছি আপনি এখন জেল কা খেল শুরু করেছেন। আমি আমার সঙ্গে শীর্ষ নেতারা তার মধ্য়ে এমএলএ, এমপি নিয়ে আমরা কাল দুপুর ১২টায় বিজেপির সদর দফতরে যাব। আপনারা আমাদের সবাইকে জেলে পাঠিয়ে দিন। আমাদের সকলকে জেলে পাঠিয়ে কি আপনি ভাবছেন আমাদের আপকে শেষ করে দেবেন? এটা সম্ভব নয় , কারণ আপ হল একটা আদর্শ।
এদিকে স্বাতী মালিওয়ালের উপর হামলা কাণ্ডে গ্রেফতার করা হয়েছে বিভব কুমারকে। দিল্লির পুলিশ টিম কেজরিওয়ালের বাসভবন থেকেই তাকে গ্রেফতার করে। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়। স্বাতী তার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে তার উপর হামলা চালানো হয়েছে। সেই ঘটনায় বিভব জড়িত রয়েছেন।
এদিকে আপ নেতৃত্বের তরফে বলা হয়েছে যে বিজেপির চক্রান্তে এমন অভিযোগ এনেছেন স্বাতী। কেজরিওয়াল দাবি করেন যে বিজেপি আপ এমপি রাঘব চাড্ডা, দিল্লির মন্ত্রী অতিশী, সৌরভ ভরদ্বাজকেও জেলে পাঠাবে। তিনি বলেন, আমি আমার সঙ্গে শীর্ষ নেতারা তার মধ্য়ে এমএলএ, এমপি নিয়ে আমরা কাল দুপুর ১২টায় বিজেপির সদর দফতরে যাব। আপনারা আমাদের সবাইকে জেলে পাঠিয়ে দিন।
আপ সুপ্রিমো বলেন, আমাদের দলকে শেষ করতে পারবেন না। আরও আপ নেতা জেলে রয়েছেন। দেশে আরও শত গুণ নেতা তৈরি হবেন।
সেই সঙ্গেই কেজরিওয়াল বলেন আপের মূল দোষ হল যে তাদের সরকার দিল্লিতে ভালো স্কুল, মহল্লা ক্লিনিক, বিনা পয়সায় চিকিৎসা, শহরে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের মতো কাজ করে যাচ্ছে। এতেই রাগ হয়েছে বিজেপির। কারণ ওরা এটা কোথাও করতে পারছে না।
প্রসঙ্গত এর আগে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। ১লা জুন পর্যন্ত তিনি জেলের বাইরে রয়েছেন। তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে আদালত। এরপর ২রা জুন তাকে ফের জেলে ফেরত যেতে হবে। তবে তার আগে তীব্র হুঁশিয়ারি আপ সুপ্রিমোর।