বাংলা নিউজ > ঘরে বাইরে > কোভিড মোকাবিলা প্রসঙ্গে যোগীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

কোভিড মোকাবিলা প্রসঙ্গে যোগীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

যোগী আদিত্যনাথ , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (ফাইল ছবি)

যোগী রাজ্যে গঙ্গায় দেহ ভাসা নিয়ে বিতর্কের রেশ কাটেনি এখনও। কিন্তু   যাবতীয় বিতর্কে জল ঢেলে সরকার ও দলের মধ্যে সমণ্বয় বৃদ্ধিরও পরামর্শ দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ স্তর থেকে

বিএল সন্তোষ। একটা সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের নেতা ছিলেন। বর্তমানে তিনি বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক(সংগঠন)। দল সূত্রে খবর, গত তিনদিন ধরে যোগী রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে কার্যত রুদ্ধশ্বাস পর্যালোচনা করেছন তিনি। সেই পর্যালোচনা শেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোভিড মোকাবিলা নিয়ে একেবারে প্রশংসায় পঞ্চমুখ তিনি।দরাজ সার্টিফিকেটও দিয়েছেন তিনি। এনিয়ে টুইটও করেছেন তিনি। মাঝরাতের টুইটে উল্লেখ করা হয়েছে, সংক্রমণের হার অত্য়ন্ত দক্ষতার সঙ্গে কমানো হচ্ছে যোগী রাজ্যে। সকালের টুইটে তুলে ধরা হয়েছে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে যোগীর সাফল্য। পাশাপাশি তাঁর পরামর্শ দল ও সরকারকে কার্যত হাত ধরাধরি করে থাকতে হবে। মোদ্দা কথা, পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে উভয়ের মধ্যে সমণ্বয়ের অভাব যাতে না হয়  সেটাই আরও একবার মনে করাতে চেয়েছেন তিনি। নরেন্দ্র মোদি আর যোগী আদিত্যনাথের সাফল্যকে মানুষের সামনে তুলে ধরার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন তিনি।

 

তবে যোগী অনুগামীদের দাবি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে এখনও আরএসএসের গুড বুকে রয়েছেন এই টুইটই তার প্রমাণ। কিন্তু এভাবে দলের  কেন্দ্রীয় নেতৃত্ব মন্ত্রী ও সরকারি আধিকারিকদের সঙ্গে বসে কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করবে এটা নিয়ে ইতিমধ্যে নানা কথা উঠতে শুরু করেছে। এনিয়ে দলের একাংশের মধ্যেই নানা কানাঘুষো শুরু হয়েছে। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সাফ কথা, এখন দোষারোপ, পালটা দোষারোপের সময় নয়। ২০২২ এ উত্তরপ্রদেশে নির্বাচনের আর মাত্র ৯ মাস বাকি। সেক্ষেত্রে আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। 

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,  দলের একাংশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ‘অন্যান্য রাজনৈতিক দলের মতো বিজেপির অন্দরেও মতবিরোধ থাকতে পারে। দলীয় আভ্যন্তরীন আলোচনায় সেগুলি আলোচনা করা যেতে পারে। কিন্তু নির্বাচনে যেতে গেলে একেবারে ঐক্যবদ্ধভাবে যেতে হবে।’ যোগীকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেই আগামী নির্বাচনে নামতে চাইছে গেরুয়া শিবির। এমনটাই খবর দল সূত্রে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

আদিত্য অতীত, 'ভালোবাসি…' নতুন প্রেমিককের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রদ্ধা '২০২৪ ভীষণ স্বস্তিদায়ক একটা বছর...' পুজো শেষ হতে না হতেই কেন এমন লিখলেন সৃজিত? বরণ থেকে সিঁদুর খেলা, দেবীর বিদায় বেলায় রোমান্টিক মুডে গৌরব-দেবলীনা ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে ২ জেলায় বৃষ্টি, বুধ থেকে ফের বর্ষণ বাড়বে বাংলায়, লক্ষ্মীপুজোয় ভাসতে চলেছে? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.