বাংলা নিউজ > ঘরে বাইরে > ৬মাসের মধ্যে গড়তে হবে অমরাবতী, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

৬মাসের মধ্যে গড়তে হবে অমরাবতী, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত

অমরাবতী নিয়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (FILE) (HT_PRINT)

৩০৭ পাতা লম্বা নির্দেশে হাইকোর্ট জানিয়েছিল লেজিসলেচার, এক্সিকিউটিভ ও জুডিসিয়ারি এই তিনটি শাখার একটি সাধারণ রাজধানী হওয়া দরকার। আর সেটা হবে অমরাবতী।

অমরাবতীকে অন্ধ্র প্রদেশের রাজধানী শহর হিসাবে ৬ মাসের মধ্যে গড়ে তোলার জন্য নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। গত মার্চ মাসে এনিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এনিয়ে স্থগিতাদেশ দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি কেএম যোসেফ ও বিভি নাগারত্নের বেঞ্চ স্থগিতাদেশের নির্দেশ দিয়ে জানিয়েছে কোর্ট কোনওদিন টাউন প্ল্যানার বা চিফ ইঞ্জিনিয়ার হতে পারে না।

সরকারের তরফে করা একটি আবেদনের শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। রাজ্য়ের তরফে দাবি করা হয়েছিল, অন্ধ্র প্রদেশে ক্ষমতার কোনও বিভাজন নেই।সেক্ষেত্রে কীভাবে হাই কোর্ট এক্সিকিউটিভের ভূমিকা পালন করছে? এদিকে গত ৩ মার্চ রাজ্য়কে হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল অমরাবতীকে রাজধানী শহর হিসাবে গড়ে তোলার জন্য ৬ মাস সময় দেওয়া হচ্ছে।

এদিকে হাইকোর্টের তরফে রাজ্য সরকারকে বলা হয়েছিল রাজধানী শহর হিসাবে অমরাবতীকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় রাস্তা, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা একমাসের মধ্যে গড়ে তুলতে হবে।

এরপর রাজ্য সরকার এনিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। সেপ্টেম্বর মাসে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে এনিয়ে আবেদন করা হয়েছিল। রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল তিনটি রাজধানী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। এক্সিকিউটিভ ক্যাপিটাল বিশাখাপত্তনম, লেজিসলেটিভ ক্য়াপিটাল অমরাবতী ও জুডিশিয়াল ক্য়াপিটাল কুর্নুলে।

এদিকে ৩০৭ পাতা লম্বা নির্দেশে হাইকোর্ট জানিয়েছিল লেজিসলেচার, এক্সিকিউটিভ ও জুডিসিয়ারি এই তিনটি শাখার একটি সাধারণ রাজধানী হওয়া দরকার। আর সেটা হবে অমরাবতী। পাশাপাশি জমির মালিকরা ল্যান্ড পুলিং স্কিমের মাধ্যমে কীভাবে তাঁদের কৃষি জমি রাজধানী শহরের উন্নতির জন্য় দিয়েছে সেটাও উল্লেখ করা হয়।

তবে এবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিগতদিনের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। অমরাবতীকে ৬ মাসের মধ্যে রাজধানী শহর হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে আগে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেখানেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সেক্ষেত্রে রাজধানী সংক্রান্ত ব্যাপারে পরবর্তীতে কী সিদ্ধান্ত জানায় সুপ্রিম কোর্ট সেটাই দেখার।

 

বন্ধ করুন