কম দামেই পাবেন এই ৫টি স্টাইলিশ স্মার্টওয়াচ, গিফ্ট করুন নিজেকে
২ মিনিটে পড়ুন .Updated: 03 Mar 2021, 08:48 AM ISTSoumick Majumdar
সাধারণ ঘড়িতে শুধুই সময় বা বড়জোড় তারিখ দেখতে পাবেন। স্মার্টওয়াচ কিনলে নিজের স্বাস্থ্য থেকে ফোনের নোটিফিকেশন, সবেতেই থাকবেন আপডেটেড। দেখতেও কুল।
স্মার্টওয়াচের ট্রেন্ড শুরু হয় Apple Watch-র হাত ধরে। তবে সাধ থাকলেও অনেকসময়ে সাধ্য হয় না। তবে চিন্তা নেই। শুধুমাত্র আপনার জন্য বানিয়েছি এই লিস্ট। দাম ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে।
তাই, যুগের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ ঘড়ি ছেড়ে এগোতেই পারেন স্মার্টওয়াচের দিকে। এগুলোর দামও কোনও নামী ব্র্যান্ডের এন্ট্রি লেভেল ঘড়ির সমান। তবে সুবিধা ঢের বেশি।
সাধারণ ঘড়িতে শুধুই সময় বা বড় জোড় তারিখ দেখতে পাবেন। স্মার্টওয়াচ কিনলে নিজের স্বাস্থ্য থেকে ফোনের নোটিফিকেশন, সবেতেই থাকবেন আপডেটেড। তাছাড়া দেখতেও যে কুল লাগবে, তা বলাই বাহুল্য। তাহলে আর দেরি নয়, দেখে নিন কম বাজেটে সেরা পাঁচটি স্মার্টওয়াচ।
কম দামের মধ্যে সেরা পাঁচটি স্মার্টওয়াচ -
১. boAt Storm Smartwatch
boAt Storm Smartwatch
সদ্য বাজারে এসেছে। পাবেন Flipkart-এ। মেটাল বডি কেসিং থাকায় বিল্ড কোয়ালিটি নিয়ে কোনও সন্দেহ নেই।
ব্যাটারি লাইফ প্রায় ১০ দিন বলে দাবি সংস্থার। তাছাড়া দেখতেও বেশ সুন্দর। রয়েছে IP68 ওয়াটারপ্রুফিং-এর সার্টিফিকেশানও।
দাম : ২,৪৯৯ টাকা
ডিসপ্লে : 3.3 cm Touchscreen
ব্যাটারি : ফুল চার্জে ১০ দিন
ফিচার্স : Heart Rate Monitor
৩. Realme Classic Watch
Realme Classic Watch
এই দামের মধ্যে সবচেয়ে বড় স্ক্রিন। তাই আপনার যদি সেটা প্রায়োরিটি হয়, তবে এটাই সেরা অপশন। রয়েছে IP68 ওয়াটারপ্রুফিং-এর সার্টিফিকেশান।
দাম : ২,৯৯৯ টাকা
ডিসপ্লে : 1.4 inch Touchscreen
ব্যাটারি : ফুল চার্জে ৯ দিন
ফিচার্স : Real Time Heart Rate Monitor | Blood Oxygen Level Monitor (SpO2) | Intelligent Activity Tracker (14 Sports Modes) | IP68 Water Resistant
৪. Gionee Watch 5 Smartwatch
Gionee Watch 5 Smartwatch
আপনি যদি ২,০০০ টাকার মধ্যে স্মার্টওয়াচ চান তবে চোখ বুজে Gionee Watch 5 Smartwatch নিতে পারেন। আর এটির বিল্ড কোয়ালিটিও বেশ ভাল। Flipkart-এ ক্রেতারা অনেকেই এর লুককে অ্যাপেলওয়াচের লুকের সঙ্গে তুলনা করেছেন। তবে ব্যাটারিও কিঞ্চিত কম।
Huami Amazfit Bip U সবার শেষে রাখা হয়েছে কারণ এর দাম এই লিস্টে সবচেয়ে বেশি। কিন্তু এর স্পেসিফিকেশনও সেই সঙ্গে পাল্লা দিয়ে বেশি। স্ক্রিনও বেশ বড়। কর্নিং গোরিলা গ্লাস থাকায় টেকসইও।
দাম : ৩,৯৯৯ টাকা
ডিসপ্লে : 1.43 inch Touchscreen
ব্যাটারি : ফুল চার্জে ৫ দিন
ফিচার্স : হার্টরেট মনিটরিং ও হেল্থ অ্যাসেসমেন্ট সিস্টেম, রক্তে অক্সিজেন মাত্রা হিসেব করা, স্ট্রেসের ওপর নজরদারি।