বাংলা নিউজ > ঘরে বাইরে > Goa Tourist Attack Case: ছুরি, তলোয়ার নিয়ে পর্যটকদের ওপর হামলা! ভাইরাল ভিডিয়ো নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রী সাওয়ান্ত

Goa Tourist Attack Case: ছুরি, তলোয়ার নিয়ে পর্যটকদের ওপর হামলা! ভাইরাল ভিডিয়ো নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রী সাওয়ান্ত

গোয়ায় আক্রান্ত পর্যটকরা।

রবিবারের ওই ঘটনায় ৩ জন পর্যটক গুরুতর আহত হন। এরপরই কড়া পদক্ষেপ নেন গোয়ার মুখ্যমন্ত্রী। অভিযোগ ঘিরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গোয়ার একটি বড় বাণিজ্যগত দিক হল সেখানের পর্যটন ব্যবসা। আর সেই পর্যটন ঘিরেই এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রশ্ন উঠছে গোয়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও।

গোয়ার আঞ্জুয়ানায় স্প্যাজিও লেজার রিসর্টে পর্যটকদের সঙ্গে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। অভিযোগ, সেখানে পর্যটকদের ওপর ছুরি ও তলোয়ার নিয়ে আক্রমণ শানানোর অভিযোগ রয়েছে কয়েকজনের বিরুদ্ধে। ওই ভয়াবহকাণ্ডের ভিডিয়ো প্রকাশ্যে আসে। আর তা ভাইরালও হয় নিমেষে। এদিকে, ঘটনা নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

রবিবারের ওই ঘটনায় ৩ জন পর্যটক গুরুতর আহত হন। এরপরই কড়া পদক্ষেপ নেন গোয়ার মুখ্যমন্ত্রী। অভিযোগ ঘিরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গোয়ার একটি বড় বাণিজ্যগত দিক হল সেখানের পর্যটন ব্যবসা। আর সেই পর্যটন ঘিরেই এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলতে শুরু করেছে। প্রশ্ন উঠছে গোয়ায় পর্যটকদের নিরাপত্তা নিয়েও। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানান, ‘অঞ্জুনায় আজকের হিংসার ঘটনা মর্মান্তিক এবং অসহনীয়। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এই ধরনের সমাজবীরোধীরা রাজ্যের মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি, এবং এদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।’ জানা গিয়েছে, গোটা ঘটনার সূত্রপাত, হোটেলে এক স্টাফের সঙ্গে এক কথাকাটাকাটি নিয়ে। সেখানে হোটেলের ম্যানেজারও ছিলেন। এরপরই হোটেলের বাইরে ওই ঘটনা ঘটে যায়। ('ডিক্টেটরের মতো...' মোদীকে তোপ খাড়গের, উঠল দ.কোরিয়া, চিনে ভাষণ প্রসঙ্গ)

 

উল্লেখ্য, এই ঘটনায় অন্যতম নির্যাতনের শিকার হওয়া ব্যক্তি যতীন শর্মা। তিনি এই হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন। তিনি এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘটনার ভিডিয়ো তিনি তুলে ধরেছেন। সেই ভিডিয়োয় তিনি অভিযুক্তদের নামও তুলে ধরেন, রয়স্টন ডিওয়াস, নাইরন ডায়াস এবং কাশিনাথ আগরওয়াড়েকরের বিরুদ্ধে অভিযোগ তিনি তুলে ধরেন। যতীন জানান, তিনি ও তাঁর পরিবারকে আঞ্জুয়ানায় রিসর্টের বাইরে এই তিন ব্যক্তি আক্রমণ করে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, যতীনদের সঙ্গে থাকা কোনও মহিলা ঘটনা ঘিরে ব্যারক চিৎকার করছেন আতঙ্কে। যতীনের অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা দায়ের হয়েছে। যারফলে খুব সহজেই অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.