অরুণাচল প্রদেশে বরফে জমে যাওয়া সেলা হ্রদের ওপর দিয়ে হাঁটতে গিয়েই বিপত্তি। বরফের আস্তরণে ফাটলের জেরে তাতে আটকে পড়লেন এক দল পর্যটক। শেষ পর্যন্ত স্থানীয়রা তাদের উদ্ধার করেন। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো পুনরায় নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পর্যটকদের সতর্ক করলেন দেশের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। একইসঙ্গে প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন: ভয়ঙ্কর তুষারপাত হিমাচল ও কাশ্মীরে, কুলুতে বরফ সরিয়ে উদ্ধার ৫০০০ পর্যটক
মন্ত্রী রিজিজু ভিডিয়ো শেয়ার করে এক্স হ্যান্ডেলে সেলা হ্রদের মতো একটি কঠিন ভূখণ্ড পরিদর্শন করার সময় সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন, ‘বরফে জমে যাওয়া হ্রদের ওপর হাঁটতে হলে অভিজ্ঞ লোকেদের সঙ্গে হাঁটুন। পিচ্ছিল তুষার রাস্তায় সাবধানে গাড়ি চালান এবং তুষারপাত সম্পর্কে সচেতন হন। হিমশীতল তাপমাত্রায় গরম কাপড় পরুন এবং উপভোগ করুন। আপনার নিরাপত্তা গুরুত্বপূর্ণ।’
ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, দু মহিলা সহ চারজন পর্যটক বরফে ঢাকা হ্রদের উপর হাঁটার রোমাঞ্চ উপভোগ করার জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু, তাদের সেই দুঃসাহসিক অভিযান ক্রমেই একটি বিপজ্জনক মোড় নেয়। আচমকা তাদের নীচের বরফ ফাটতে শুরু করে। আর তারপরেই তারা হিমশীতল জলে ডুবে যান। এই মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা সাহায্যের জন্য চিৎকার করেন। সেই সময় আশেপাশের পর্যটক এবং স্থানীয়রা সাহায্যের জন্য এগিয়ে আসেন। তারা সাহায্যের জন্য তাদের দিকে বাঁশের লাঠি এগিয়ে দেন। যারফলে তাদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ঘটনায় কোনও পর্যটক গুরুতর জখম হননি বলে জানা গিয়েছে।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। একইসঙ্গে হিমায়িত হ্রদে হাঁটার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে৷ অনেকে ঝুঁকিপূর্ণ ছবি বা ভিডিয়ো তোলার চেয়ে পর্যটকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। উল্লেখ্য, সেলা হ্রদ হল অরুণাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুন্দর পর্যটন জায়গাগুলির একটি। এখানে শীতকালে অগণিত দর্শক ভিড় করেন। এই সময়ে এখানে চারিদিক বরফে ঢেকে যায়। সেলা হ্রদ হল একটি প্রাচীন হ্রদ। এখানে শীতের সময় হ্রদের জল বরফে ঢেকে যায়। আর তার উপর দিয়ে হাঁটার আনন্দ উপভোগ করেন বহু পর্যটক। কিন্তু, তা যে বিপজ্জনক হতে পারে এই ঘটনা তা দেখিয়ে দিল।