বাংলা নিউজ > ঘরে বাইরে > সাধু সেন্ট লুইয়ের সম্মানে ফ্রান্সে জেলেদের টুর্নামেন্ট

সাধু সেন্ট লুইয়ের সম্মানে ফ্রান্সে জেলেদের টুর্নামেন্ট

সাধু সেন্ট লুইয়ের সম্মানে ফ্রান্সে জেলেদের টুর্নামেন্ট। ছবি ডয়চে ভেলে

প্রতিযোগিতার দিনের সকালটা শুরু হয় প্যারেডের মধ্য দিয়ে৷ এর মাধ্যমে একশ পুরুষ প্রতিযোগী দর্শকদের সামনে উপস্থিত হন৷ সবশেষ ২০১৯ সালে বিজয়ী হয়েছিলেন সেবাস্টিয়া আবেলো৷

দক্ষিণ ফ্রান্সের সেৎ বন্দরনগরীতে সাধু সেন্ট লুইয়ের সম্মানে প্রতিবছর একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়৷ সেখানে প্রতিযোগীরা একজন আরেকজনকে নৌকা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন৷ প্রতিযোগিতা ঘিরে সেৎ শহরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে৷

প্রতিযোগিতার দিনের সকালটা শুরু হয় প্যারেডের মধ্য দিয়ে৷ এর মাধ্যমে একশ পুরুষ প্রতিযোগী দর্শকদের সামনে উপস্থিত হন৷ সবশেষ ২০১৯ সালে বিজয়ী হয়েছিলেন সেবাস্টিয়া আবেলো৷ আবেলো বলেন, ‘আমি ১৯৭৬ সাল থেকে প্রতিবছর সেন্ট লুই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি৷ এখানে জেতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ অংশ নেওয়াটা খুব একটা কঠিন নয়, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকা খুব কঠিন৷'

সেতের ক্যানাল রয়ালে প্রতিযোগিতা হয়৷ একেকটি নৌকার দাঁড় টানেন ১০ জন৷ আর প্রতিযোগীরা তিন মিটার দীর্ঘ বর্শা দিয়ে একে অপরকে ফেলে দেয়ার চেষ্টা করেন৷ শেষ পর্যন্ত যিনি টিকে থাকেন তিনিই বিজয়ী হন৷ ১৬৬৬ সালে প্রতিযোগিতা শুরুর পর থেকে নিয়ম একই আছে৷ ২০২২ সালে প্রায় ১৭ হাজার দর্শক প্রতিযোগিতাটি উপভোগ করেছেন৷ এবার সেতের জেলে বেশামা আর্নো সেন্ট লুই প্রতিযোগিতা জেতেন৷ পুরস্কার হিসেবে তাকে তার নাম খচিত একটি শিল্ড দেওয়া হয়৷

(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বন্ধ করুন