উত্তরাখণ্ডের আলমোড়াতে একেবারে ভয়াবহ বাস ঘটনা। মৃতের সংখ্য়া একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃতের সংখ্য়া ৩৬ জন। একেবারে মর্মান্তিক দুর্ঘটনা। জেলা প্রশাসন সূত্রে খবর, বাসটি ছিল ৪৫টি আসন বিশিষ্ট। সেটা প্রায় ২০০ মিটার গভীর একটা খাদের মধ্য়ে পড়ে যায়। মারচুলা এলাকার ঘটনা। গারোয়ালের পাউরি থেকে কুমায়ুনের রামনগরের দিকে যাচ্ছিল বাসটি। প্রায় ২৫০ কিমি রাস্তা। রাতভর জার্নি। রামপুর থেকে প্রায় ৩৫ কিমি আগে বাসটি দুর্ঘটনার মুখে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার পরে দুর্যোগ মোবাকিলা দফতরের টিম ঘটনাস্থলে আসে।
সূত্রের খবর, সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কাছাকাছি গ্রামের বাসিন্দারা বিকট একটা আওয়াজ শুনে ছুটে আসেন। এরপর তারাই উদ্ধারকাজ শুরু করেন। এদিকে বহু যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। ৯জনকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু রাস্তাতেই মৃৃত্যু হয় তাদেরও।
তিনজন যাত্রীকে আকাশপথে এইমসে নিয়ে আসা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। গাড়োয়াল মোটর ওনার্স অ্যাসোসিয়েশনে অধীন ওই বাসটি। পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। কীভাবে দুর্ঘটনাটি হল তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত উদ্ধারকাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আলমোড়া জেলার মারচুলাতে ভয়াবহ দুর্ঘটনা। বহুজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজের ব্যবস্থা করতে পারে।
স্থানীয় প্রশাসন ও এসডিআরএফের টিম আহতদের দ্রুত বের করে আনার ব্যাপারে চেষ্টা করে। তাদের প্রথমে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।মুখ্যমন্ত্রী জানিয়েছেন উন্নত চিকিৎসকার জন্য আহতদের এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই এলাকার আরটিও অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। মৃতদের পরিবারের জন্য ৪ লাখ করে ও আহতদের নিকট আত্মীয়কে ১ লাখ করে ক্ষতিপূরণ দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। কীভাবে দুর্ঘটনা হল তা খতিয়ে দেখার জন্য় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের জন্য় ৫০,০০০ টাকা করে সহায়তার কথা তিনি ঘোষণা করেছেন।
সূত্রের খবর পাহাড়ি রাস্তায় বাসটি আসছিল। আচমকাই সেটা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।