গত কয়েকদিনে জিও, এয়ারটেল এবং ভি -র তরফ থেকে একাধিক ভয়েস কল এবং এসএমএস প্রিপেড প্ল্যান প্রকাশ করা হয়। উল্লেখ্য, ট্রাই-এর নির্দেশিকা মেনে চলতেই এই পদক্ষেপ করতে হয়েছে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে। এর আগে ডিসেম্বরে প্রকাশিত ট্রাই-এর গাইডলাইনে বলা হয়েছিল, গ্রামীণ এলাকায় বসবাসকারী বৃদ্ধ মোবাইল ব্যবহারকারীদের জন্যে কম দামি প্ল্যান আনতে হবে। এদিকে কয়েকদিন আগে মোবাইল সংস্থাগুলি যে প্ল্যান প্রকাশ করেছে, সেগুলি ঠিক 'কম দামি' নয়। অনেক ক্ষেত্রেই আগের প্ল্যানের বদলে প্রায় একই দামের নতুন প্ল্যান চালু করা হয়েছে। এই আবহে রিপোর্টে দাবি করা হয়েছে, মোবাইল সংস্থাগুলির প্ল্যানগুলিকে এবার ট্রাই-এর পরীক্ষায় পাস করতে হবে। (আরও পড়ুন: রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে ভারতে? জবাব দিলেন ইন্ডিয়ান অয়েল প্রধান)
আরও পড়ুন: জাহাজে করে শহরে এল মেট্রোর নতুন দু'টি ডালিয়ান রেক, আছে কী কী ফিচার?
আরও পড়ুন: চাকরি ছাড়ার হার বেড়েছে IT সেক্টরে, কত ফ্রেশার নিয়োগের পরিকল্পনা সংস্থাগুলির?
উল্লেখ্য, জিও-র ৪৫৮, ১৯৫৮ টাকার প্ল্যান, এয়ারটেলের ৪৯৯, ১৯৫৯ টাকার প্ল্যান এবং ভি-র ১৪৬০ টাকার প্ল্যানগুলি নজরে পড়েছে ট্রাই-এর। এই আবহে ট্রাই বলেছে, 'ট্রাই-এর নজরে এসেছে সম্প্রতি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি শুধুমাত্র ভয়েস এবং এসএমএস প্ল্যান প্রকাশ করেছে। এই প্ল্যানগুলির বিষয়ে ট্রাই-এর কাছে রিপোর্ট করতে হবে। এই প্ল্যান চালুর ৭ দিনের মধ্যেই সংস্থাগুলিকে এই কাজ করতে হবে। এই প্ল্যানগুলিকে খতিয়ে দেখবে ট্রাই।' (আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমছে হু হু করে,পড়শি বাংলাদেশের পকেটে এখন কত ডলার?)
আরও পড়ুন: আদানির চাপে চোখে অন্ধকার, আঁধার মেটাতে বিশ্বব্যাঙ্ক থেকে $৩ কোটির ঋণ বাংলাদেশের
আরও পড়ুন: ৪ দশক আগে ভারতের অর্থনীতিতে তৃতীয় সর্বোচ্চ অবদান ছিল বাংলার? আজ কোথায় রাজ্য?
উল্লেখ্য, অনেক মোবাইল পরিষেবা প্রদানকারীরা এই সব ভয়েস ও এসএমএস প্ল্যানগুলিকে 'ভ্যালু প্যাক' হিসেবে চিহ্নিত করেছে। প্রতি দিন পিছু খরচের নিরিখে দেখা হলে হয়ত এই প্ল্যানগুলিতে ততটাও খরচ হবে না গ্রাহকদের। তবে দীর্ঘ মেয়াদের এই প্ল্যানগুলির জন্যে একবারে অনেকটা টাকা খরচ করতে হবে। আসলে ট্রাই নির্দেশ দিয়েছিল যে ইন্টারনেট ছাড়াই টেলিকম সংস্থাগুলিকে শুধুমাত্র ভয়েস কলিং এবং এসএমএস প্যাক চালু করতে হবে। কারণ অনেক গ্রাহকের ইন্টারনেট প্রয়োজন হয় না। সেক্ষেত্রে তাঁদের অহেতুক ডেটা প্ল্যান থাকত। গুনতে হত বেশি টাকা। সেটা যাতে না হয়, সেজন্য ওই নির্দেশ দিয়েছিল ট্রাই। কয়েকটি প্ল্যানের ক্ষেত্রে ইন্টারনেট তুলে দেওয়া হয়েছে। দাম মোটামুটি একই স্তরে রেখে সেগুলিকে শুধুমাত্র ভয়েস কলিং এবং মেসেজ প্ল্যান করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।