স্প্যাম কল আটকাতে AI এবং ML ফিল্টার স্থাপন করতে হবে। টেলিকম সংস্থাগুলিকে এমনই কড়া নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। স্প্যাম কল ও মেসেজ আটকানোর জন্য আগামী ৩০ দিনের সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, টেলিকম নিয়ন্ত্রক জানিয়েছে, প্রত্যেক টেলিকম সংস্থাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং ভিত্তিক সিস্টেম স্থাপন করতে হবে। এর মাধ্যমেই আনরেজিস্টার্ড টেলিমার্কেটারদের রুখে দেওয়া হবে। আরও পড়ুন: টেলিকমের ‘দুর্দশা’ নিয়ে হতাশ Airtel-এর CEO, দিলেন দাম বৃদ্ধির ইঙ্গিত
সময়ের সঙ্গে ক্রমেই ভারতে স্প্যাম কলের সংখ্যা বাড়ছে। অচেনা নম্বর থেকে প্রতারণার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। DND করেও লাভ হচ্ছে না। আর সেই কারণেই এই কড়া নির্দেশ দিল কেন্দ্র।
'অ্যাক্সেস প্রদানকারীদের ডিএলটি প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্যান্য অ্যাক্সেস প্রদানকারী সংস্থার সঙ্গে ডেটা শেয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাত্, কোনও একটি নির্দিষ্ট উত্স থেকে এই জাতীয় মেসেজ এলে, সেটি সব টেলিকম সংস্থাই বন্ধ করার ব্যবস্থা করবে।
এই নির্দেশিকার অধীনে, টেলিকমে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে একটি কমন ডেটাবেস তৈরি করা হবে। এরপর সকল ক্যারিয়ারের সঙ্গেই স্প্যাম কলারদের তথ্যাদি শেয়ার করতে হবে।
এর আগেই ১ মে থেকে AI এবং ML সিস্টেম স্থাপন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু ক্যারিয়ার তাদের নেটওয়ার্কে এই সিস্টেম চালু করা সত্ত্বেও, মোবাইল ফোন ব্যবহারকারীরা এখনও স্প্যাম কলারদের কাছ থেকে নিস্তার পাননি।
ট্রাই আরও জানিয়েছে, স্প্যাম কলিংয়ের জন্য ব্যবহৃত ১০ সংখ্যার নম্বর নিষিদ্ধ করা হবে। সেই সঙ্গে স্প্যাম ফিল্টারিং করতে কলার আইডি অপশনও লাগু করা হবে।
অবাঞ্ছিত কল এবং মেসেজ ফিল্টার করার জন্য ডু নট ডিস্টার্ব (ডিএনডি) অপশনের জন্যও সাইন আপ করা যেতে পারে। ফোন ব্যবহারকারীদের অবাঞ্ছিত কল এবং মেসেজের জন্য বিরক্ত হতে হবে না। আরও পড়ুন: ডুবন্ত BSNL-কে চাঙ্গা করতে ৮,৯০৪ কোটি টাকার লাইফলাইন কেন্দ্রীয় সরকারের
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup