বাংলা নিউজ > ঘরে বাইরে > দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ড, উল্টে গেল বগি, মধ্যপ্রদেশে আহত ৬

দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে অগ্নিকাণ্ড, উল্টে গেল বগি, মধ্যপ্রদেশে আহত ৬

সাতসকালে দুর্ঘটনা মধ্যপ্রদেশে।

র্ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। চোখের নিমেষে দুর্ঘটনাগ্রস্ত একটি মালগাড়ির তিনটি বগি উল্টে যায়। এর পর পরই এই রুটে চলা ১০ টি ট্রেন বাতিল হয়।

দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশে। ঘটনায় রেলের ৬ কর্মী আহত হয়েছেন। মধ্যপ্রদেশের শাহদোল জেলায় ঘটে গিয়েছে এই ঘটনা। এই কেল দুর্ঘটনার জেরে বিলাসপুর কাটনি রেল রুটে সাময়িকভাবে স্তব্ধ হয় ট্রেন চলাচল। জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন ২ ট্রেনচালক।

দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ের রুটে দুই মালগাড়ির সংঘর্ষে মুহূর্তে উল্টে যায় একটি মালগাড়ি। সকাল ৭.১৫ মিনিটে বিলাসপুর জোনের সিংপুর রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। মনে করা হচ্ছে, সিগন্যালিং ব্যবস্থায় সমস্যার জেরে এই ঘটনা ঘটে গিয়েছে। দুর্ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। চোখের নিমেষে দুর্ঘটনাগ্রস্ত একটি মালগাড়ির তিনটি বগি উল্টে যায়। এর পর পরই এই রুটে চলা ১০ টি ট্রেন বাতিল হয়। জানা গিয়েছে, ঘটনার পর পরই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেষ্টা চলছে যাতে ওই রুটে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

( গুরুদোয়ারায় হামলায় আমেরিকায় ২ ধৃত ভারতেও ‘ওয়ান্টেড’ ! পর্দাফাঁস সিন্ডিকেটের)

ছবিতে দেখা যাচ্ছে, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, বগিগুলি একটির উপর আরেকটি উঠে যায়। দেখা যাচ্ছে, ঘটনার পরই ওই ট্রেনগুলিতে আগুন লেগে যায়। তবে তৎপরতার সঙ্গে রেল তা নেভানোর বন্দোবস্ত করে। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেবিষয়েও সতর্কতা অবলম্বন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই বিহারের রোহতাসে একটি মালগাড়ি দুর্ঘটনা ঘটে। লাইনচ্যূত হয়ে যায় ১৩ বগির মালগাড়ি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন