বাংলা নিউজ > ঘরে বাইরে > Train Accident: লাইনচ্যুত একাধিক কোচ, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ২৫, আহত অন্তত ৮০, শোকের ছায়া পাকিস্তানে

Train Accident: লাইনচ্যুত একাধিক কোচ, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ২৫, আহত অন্তত ৮০, শোকের ছায়া পাকিস্তানে

রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসে দুর্ঘটনা।

রেল দুর্ঘটনায় আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৫০ বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। জানা গিয়েছে, করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে।

পাকিস্তানে রাওয়ালপিন্ডিগামী হাজারা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা। ট্রেনের একাধিক কোচ লাইনচ্যুত হতেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রাথমিকভাবে ৫০ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। পাকিস্তানের সিন্ধ প্রভিন্সে এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। এদিকে, রবিবার পাকিস্তানের সাহারা রেল স্টেশনের সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনায় দুপুর গড়াতেই মৃতের সংখ্যা ২৫ ছুয়ে ফেলে। বাড়তে থাকে আহতের সংখ্যা। শেষ পাওয়া খবরে আহতের সংখ্যা ৮০ জন হয়েছে।

আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে এই লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। তদে তদন্তে নেমেছে সেদেশের প্রশাসন। ইতিমধ্যেই ঘটনাস্থলের আশপাশের হাসপাতালে আপৎকালীন পরিস্থিতিতে রোগীদের ভর্তি করানো হচ্ছে। আপাতত স্থানীয় প্রশাসন ব্য়স্ত উদ্ধার কাজে। আহতদের উদ্ধার কাজ আপাতত চালাচ্ছে প্রশাসন। জানা গিয়েছে, খুব শিগগির সেখানে আরও একটি ট্রেন গিয়ে বাকি যাত্রীদের ফিরিয়ে আনবে। এদিকে, পাকিস্তানের বিভিন্ন জায়গায় যাত্রীদের পরিবারের মধ্যে আতঙ্কের রেশ দেখা দিচ্ছে। বহু স্টেশনে গিয়ে তাঁরা স্বজনের খোঁজ করছেন। 

এদিকে, এই দুর্ঘটনার ফলে পাকিস্তানে বড়সড় ধাক্কা খেয়েছে রেল পরিষেবা। বহু জায়গায় দাঁড়িয়ে গিয়েছে সেখানে কম, বেশি দূরত্বের ট্রেন। পাকিস্তানের বেশ কিছু লাইনে আপাতত স্থগিত রাখা হয়েছে ট্রেন চলাচল। প্রসঙ্গত, ভারতে কয়েক দিন আগেই ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা দেখা যায়। তিন ট্রেনের ভয়াবহ সংঘাতের জেরে শতাধিক মৃত্যুর খবর আসে। বালাসোরের কাছে ওই দুর্ঘটনায় শোকস্তব্ধ হয় দেশ। বালাসোর দুর্ঘটনায় সিগন্যালিং ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন ওঠে। এদিকে, শতাধিক আহতদেরও মুহূর্তে হাসপাতালে পৌঁছানো, তাঁদের পরিবারের সদস্যদের তাঁদের কাছে পর্যন্ত আনা ও মৃতদেহকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ঘটনা ঘিরে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে প্রশাসনকে। 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন