বাংলা নিউজ > ঘরে বাইরে > Cooch Behar Rail Block: বাতিল বন্দে ভারত, ঘুরপথে চলছে রাজধানী! বাংলায় রেল অবরোধ, বিপর্যস্ত অসমের ট্রেন চলাচল

Cooch Behar Rail Block: বাতিল বন্দে ভারত, ঘুরপথে চলছে রাজধানী! বাংলায় রেল অবরোধ, বিপর্যস্ত অসমের ট্রেন চলাচল

পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে রেল অবরোধ। (PTI)

যাত্রী দুর্ভোগের জন্য বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে রেল কর্তৃপক্ষ। তারা জানায়, আচমকা রেল অবরোধ শুরু হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষের তরফে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কোচবিহারে রেল অবরোধের জেরে বিপর্যস্ত অসমের ট্রেন চলাচল। বুধবার আলিপুরদুয়ার ডিভিশনের জোড়াই রেল স্টেশনে অবরোধে সামিল হন 'গ্রেটার কোচবিহার পিপল'স অ্য়াসোসিয়েশন' (জিসিপিএ)-এর নেতা, কর্মী ও সমর্থকরা। তার জেরেই অসমে রেল পরিষেবা চূড়ান্তভাবে ব্যাহত হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জিসিপিএ-র সদস্য ও সমর্থকরা। সেই আন্দোলনের রেশ ধরেই এদিন এই রেল অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে জানা গিয়েছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিশ্চিত করতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর) কর্তৃপক্ষ। রাজ্য প্রশাসনের সঙ্গে যৌথভাবে অবস্থানস্থল ও তার আশপাশে ৫০০ জনেরও বেশি সদস্যের বাহিনী মোতায়েন করা হয়।

সেই দলে রয়েছে - আরপিএফ, জিআরপি এবং স্থানীয় থানার পুলিশবাহিনী। অবরোধের জেরে কোনওভাবেই যাতে আমজনতার কোনও ক্ষতি না হয়, তা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে, এই অবরোধ কর্মসূচির জেরে একাধিক ট্রেন হয় বাতিল করতে হয়েছে, অথবা বাধ্য হয়েই সেগুলিকে ঘুর পথে চালানো হচ্ছে। এর ফলে আখেরে ভুগতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

বাতিল হয়ে যাওয়া ট্রেনের তালিকায় রয়েছে, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস এবং বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।

এছাড়া, যে ট্রেনগুলি ঘুরপথে চালানো হচ্ছে, সেগুলি হল - ব্রহ্মপুত্র মেল, কামরূপ এক্সপ্রেস, একাধিক রাজধানী এক্সপ্রেস ট্রেন এবং বিবেক এক্সপ্রেস। এই ট্রেনগুলি অধিকাংশই ফকিরাগ্রাম - গোলকগঞ্জ - নিউ কোচবিহার রুট ধরে ঘুরপথে চালানো হচ্ছে।

এই প্রেক্ষাপটে যে যাত্রীরা বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন, তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে রেলের তরফে বিকল্প ব্যবস্থা করা হয়। তাঁদের নির্দিষ্ট গন্তব্য়ে পৌঁছে দিতে বাসের বন্দোবস্ত করা হয়। এমনকী, রেল যাত্রীদের বিভিন্ন ছোট চারচাকা গাড়িতে করেও রওনা করিয়ে দেওয়া হয়।

তবে, রেলের তরফে সমস্য়া মোকাবিলার চেষ্টা করা হলেও তাতে সব যাত্রী দুর্ভোগের হাত থেকে রেহাই পাননি। তাঁদের অনেককেই বিকল্প যান পেতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়।

পরবর্তীতে এহেন যাত্রী দুর্ভোগের জন্য বিবৃতি প্রকাশ করে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে রেল কর্তৃপক্ষ। তারা জানায়, আচমকা রেল অবরোধ শুরু হওয়ায় সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষের তরফে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তারা লিখেছে, 'পিকেটিংয়ের জন্য পরিষেবা ব্যাহত হওয়ায় আমরা গভীরভাবে দুঃখিত।'

পরবর্তী খবর

Latest News

Clip: নজর কোথায়? পাশে বসা বেজোসের বান্ধবীর দিকে জাকারবার্গের 'কুরুচিকর' চাউনি? সত্যজিতের মনে প্রেমের আগুন! সারেগামাপা-র মঞ্চে হাজির প্রেমিকা, জমিয়ে নাচ যুগলের ভারতের হেড কোচের চেয়ারে বসিয়েছে কলকাতা, ভাগ্য ফেরাতে কালীঘাটে পুজো গম্ভীরের হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ, গোপনেই রওয়ানা দিলেন করিনার সাথে! কোথায় থাকবেন এখন ফাঁসি হল না সঞ্জয়ের! কী বলছে 'ডাক্তারদিদির' পাড়া! স্বাস্থ্যভবন অভিযানে একমঞ্চে সুকান্ত–দিলীপ, নেই‌ শুভেন্দু, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি? কপালে সিঁদুরের টিপ, ভারী গয়না! 'ছাভা'র ‘ইয়েসুবাঈ’-এর ভূমিকায় নজরকাড়া রশ্মিকা! কাঁটাতারের সঙ্গে চাই লোহার গেটও! BSFর কাজ স্থগিত এপারের বাসিন্দাদের বিক্ষোভে 'হাত কাঁপত না,' ফাঁসি হবে না সঞ্জয়ের, পুরনো কথা মনে পড়ছে নাটা পুত্রের আত্মীয়ার ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ! মালায়ালি অভিনেতার বিরুদ্ধে লুক আউট নোটিস

IPL 2025 News in Bangla

LSG-তে এত বাঁহাতি ব্যাটার! দল কি সমস্যায় পড়বে? টিমের কৌশল ফাঁস করলেন জাহির খান কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.