রেলে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে অব্যাহত বিক্ষোভ। বুধবার বিহারের গয়ায় একটি ট্রেনের বগি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। জেহানাবাদ স্টেশনে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। ভাগলপুরে ট্রেন আটকানোরও চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
কয়েকদিন ধরে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিহারের একাংশে রীতিমতো হিংসা ছড়িয়ে পড়েছে। বুধবার গয়ায় বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করে পুলিশ। সেই সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি বগিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন বিক্ষোভকারীর বিরুদ্ধে। দাউদাউ করে জ্বলতে থাকে বগি। সেইসময় ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। কোনও হতাহতের খবর মেলেনি। কয়েকটি ট্রেনে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।
গয়ার স্পেশাল পুলিশ সুপার (এসএসপি) আদিত্য কুমার বলেন, ‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ওঁরা (বিক্ষোভকারীরা) (ট্রেনে) আগুন লাগিয়ে দিয়েছেন। কয়েকজনকে চিহ্নিত করেছি। আমরা প্রার্থীদের জানাতে চাই যে তাঁরা যেন কারও দ্বারা প্রভাবিত না হন এবং সরকারের সম্পত্তি নষ্ট না করেন।’
বিক্ষোভের মুখে নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) এবং লেভেল ওয়ান পরীক্ষা স্থগিত করে দিয়েছে রেল। বুধবার রেলের তরফে জানানো হয়েছে, যে প্রার্থীরা পাশ করেছেন বা ফেল করেছেন, তাঁদের অভাব-অভিযোগ শোনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তা রেল মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 'প্রার্থীদের আর্জি জানাচ্ছি, তাঁরা যেন নিজেদের হাতে আইন তুলে না নেন। তাঁদের অভাব-অভিযোগ শোনা হবে এবং সেগুলির সমাধান করা হবে।'