বাংলা নিউজ > ঘরে বাইরে > Transgender: ইতিহাস তৈরি করলেন দুই রূপান্তরকামী চিকিৎসক, যোগ সরকারি হাসপাতালে

Transgender: ইতিহাস তৈরি করলেন দুই রূপান্তরকামী চিকিৎসক, যোগ সরকারি হাসপাতালে

দুই রূপান্তরকামী চিকিৎসক। সংগৃহীত ছবি

তিনি বলেন,আপনি যখন তৃতীয় লিঙ্গের কথা বলছেন তখন প্রথম আর দ্বিতীয় লিঙ্গের কারা? সমাজে রূপান্তরকামীরা যে কি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তা জানিয়েছেন তিনি।

কার্যত ইতিহাস তৈরি করলেন তেলেঙ্গানার দুই রূপান্তরকামী চিকিৎসক। জেনে নিন তাঁদের জীবন সংগ্রাম। বার বার আঘাত পেয়েছেন। বার বার উঠে দাঁড়িয়েছেন। প্রাচী রাঠোর ও রুথ জন পাল নামে দুই চিকিৎসক সম্প্রতি সরকার পরিচালিত ওসমানিয়া জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন।

এদিকে শহরের একটি সুপারস্পেশালিটি হাসপাতাল থেকে কার্যত বের করে দেওয়া হয়েছিল রাঠোরকে। ২০১৫ সালে তিনি এমবিবিএস পাস করেছিলেন। তিনি বলেন, যতই সাফল্য পান না কেন অসাম্য কোনওদিন ঘুচবে না।

এদিকে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি। কিন্তু পরিবেশের জেরে থাকতে পারেননি। ফিরে আসেন হায়দরাবাদে। এরপর তিনি এমার্জেন্সি মেডিসিনে ডিপ্লোমা করেন। তিনি শহরের একটি হাসপাতালে কাজ করতেন। কিন্তু ওই লিঙ্গ সংক্রান্ত সমস্যার জেরে সেখান থেকে বের করে দেওয়া হয় তাঁকে। এতে নাকি রোগী কমে যাবে।

তিনি বলেন, আসলে কেরিয়ারের থেকে সবসময় মনে হত এই পরিবেশে বাঁচব কী করে? তবে রূপান্তরকামীদের জন্য় সংরক্ষণ থাকলে সুবিধা হয়। লিঙ্গগত সংখ্যালঘুদের জন্য কিছু করা দরকার।

তিনি বলেন,আপনি যখন তৃতীয় লিঙ্গের কথা বলছেন তখন প্রথম আর দ্বিতীয় লিঙ্গের কারা? সমাজে রূপান্তরকামীরা যে কি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তা জানিয়েছেন তিনি।

তিনি বলেন, টিনএজটা খুব বাজে কেটেছে। ডাক্তার হওয়ার তুলনায় বেশি ভাবতাম কীভাবে বাঁচব। কীভাবে এত সমস্যা দূর করব। তবে জীবনযুদ্ধে অবশেষে সফল তিনি। অচলায়তনের বিরুদ্ধে লড়াই চালিয়েছেন তিনি। ছিনিয়ে নিয়েছেন অধিকার। তাঁরাই এবার সরকারি হাসপাতালের চিকিৎসক।

 

 

বন্ধ করুন