বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজ্যের চৌহদ্দির মধ্যে গরু নিয়ে গেলে আইন ভাঙা হয় না,জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট

রাজ্যের চৌহদ্দির মধ্যে গরু নিয়ে গেলে আইন ভাঙা হয় না,জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট

গরু নিয়ে যাওয়া নিয়ে বিশেষ রায় দিল আদালত। প্রতীকী ছবি।( REUTERS) (REUTERS)

আদালত পুরানো একটি মামলার নজিরকে সামনে এনে জানিয়ে দেয় উত্তরপ্রদেশের মধ্যে গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও পারমিটের প্রয়োজন নেই। আদালত জানিয়ে দিয়েছে পুলিশ এভাবে ট্রাকটিকে বাজেয়াপ্ত করতে পারে না। এরপরই বারানসীর জেলাশাসকের নির্দেশকে পাশে সরিয়ে রেখেছে হাইকোর্ট।

জিতেন্দ্র সারিন

 উত্তরপ্রদেশের রাজ্যের গন্ডির মধ্যে গরু নিয়ে যাওয়ার বিষয়টি UP Cow slaughter Act কে ভঙ্গ করা হচ্ছে না। জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। উপযুক্ত অনুমতি ছাড়াই গাড়িতে করে গো হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এমন একটি অভিযোগ সংক্রান্ত বারানসী জেলা আদালতের নির্দেশকে পাশে সরিয়ে রেখেছে হাই কোর্ট।

বিচারক মহম্মদ আসলাম জানিয়েছেন, উত্তরপ্রদেশের গণ্ডির মধ্যে গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও পারমিটের দরকার নেই।

এদিকে কোনও বৈধ পারমিট ছাড়া গরু নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাককে বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এরপর কাউ স্লটার অ্যাক্টে এফআইআর করা হয়। এদিকে ট্রাকের মালিক এরপর ট্রাকটিকে ছাড়ানোর জন্য বারানসী জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন। এরপর তিনি একটি পিটিশন ফাইল করেন। কিন্তু সেটি খারিজ হয়ে যায়।

রপর  তিনি হাইকোর্টে যান। জেলার শাসকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এদিকে সরকারি আইনজীবী জানিয়ে দেন উত্তরপ্রদেশের চৌহদ্দির মধ্যে গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ রয়েছে। সেকারণেই গরু সহ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছিল।

এরপর আদালত পুরানো একটি মামলার নজিরকে সামনে এনে জানিয়ে দেয় উত্তরপ্রদেশের মধ্যে গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও পারমিটের প্রয়োজন নেই।

আদালত জানিয়ে দিয়েছে পুলিশ এভাবে ট্রাকটিকে বাজেয়াপ্ত করতে পারে না। এরপরই বারানসীর জেলাশাসকের নির্দেশকে পাশে সরিয়ে রেখেছে হাইকোর্ট।

বন্ধ করুন