বাংলা নিউজ > ঘরে বাইরে > Tribal Man Attacked: আদিবাসী যুবকের যৌনাঙ্গের কাছে গরম রডের ছ্যাঁকা,সরকারি কর্মীদের একী অমানবিক আচরণ!

Tribal Man Attacked: আদিবাসী যুবকের যৌনাঙ্গের কাছে গরম রডের ছ্যাঁকা,সরকারি কর্মীদের একী অমানবিক আচরণ!

আদিবাসী যুবকের যৌনাঙ্গের কাছে গরম রডের ছ্যাঁকা সরকারি কর্মীদের

মহারাষ্ট্রে আদিবাসী যুবককে গরম রডের ছ্যাঁকা বন দফতরের কর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সরকারি কর্মীরা। 

অমরাবতীর মেলঘাট টাইগার রিজার্ভে মাছ ধরতে যাওয়া একদল আদিবাসী যুবকদের বন কর্মকর্তারা গরম লোহার রড দিয়ে মারধর করেছে বলে অভিযোগ উঠল। জখম যুবকদের নাম ২৫ বছর বয়সি অঙ্কুশ মাভাস্কর, আনন্দ কাসদেকর এবং পাপ্পু চভান। মেলাঘাট টাইগার রিজার্ভের আকোট বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত একটি জঙ্গলে তারা মাছ ধরতে গিয়েছিল।

জানা গিয়েছে, রিজার্ভের মধ্যে মাছ ধরা অবৈধ। বেআইনি কাজের জন্য বন কর্মকর্তাদের হাতে নিগৃহীত হন যুবকরা। তাদের আটক করা হয়েছিল বলে অভিযোগ। এরপরে বনকর্মীরা গরম রড দিয়ে আটক যুবকদের মারে বলে জানা যায়। দ্য দলিত ভয়েস-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এই ঘটনা সম্পর্কে একটি পোস্ট শেয়ার করে। টুইটার পোস্টে লেখা হয়, ‘মহারাষ্ট্রের অমরাবতী জেলার মেলঘাটে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাছ ধরতে যাওয়া তিনজন আদিবাসী যুবককে বনরক্ষীরা খুব অমানবিক ভাবে মেরেছে। গরম রড দিয়ে মারা হয়েছে তাদের।’

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রানিগাঁওয়ের একজন সমাজকর্মী ওয়াহেদ খান পাঠান আহতদের স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পাঠান বলেন, তিনি বন কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন। এদিকে জখম মাভাস্কর বলেছেন যে একটি গরম রড দিয়ে আঘাত করা হয় তাঁকে। এরপর তিনি আহত অবস্থায় বনকর্মীদের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে বন থেকে তার গ্রামে ফিরে আসেন তিনি। অন্যদিকে, বন কর্মকর্তারা তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, মাভাস্করকে তাঁরা আটক করেননি। তবে মাভস্করের গ্রামের অন্য দুই যুবককে যে 'আটক' করা হয়েছিল তা মেনে নেন তাঁরা।

বন্ধ করুন