ত্রিপুরায় পুরভোটের ফল প্রকাশ হতেই ফের শুরু হল হিংসা। দুষ্কৃতীদের হামলায় ত্রিপুরার তেলিয়ামুড়ায় জখম ১২ জন। জানা গিয়েছে তৃণমূল সমর্থকদের নিয়ে একটি বাস যাচ্ছিল তেলিয়ামুড়া দিয়ে। সেই সময় একদল লোক সেই বাসে হামলা চালায় বলে জানান খোয়াইয়ের পুলিশ সুপার কিরণ কুমার। জানা গিয়েছে, ঘটনায় ৩ পুলিশকর্মী সহ মোট ১২ জন জখম হন। এই ঘটনার জেরে তেলিয়ামুড়া পুরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এক আগে পুরভোটে প্রচার চলাকালীন বারংবার হিংসার অভিযোগ তুলে বিজেপিকে বিঁধেছিল তৃণমূল। তৃণমূলের প্রার্থীদের উপরও একাধিকবার হামলার অভিযোগ উঠেছিল। আইপ্যাক কর্মীদের হোটেলে বন্দি রাখা থেকে শুরু করে হেস্থা করার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতে ভোট মিটতেও অশান্তি বজায় টিলার রাজ্যে।
উল্লেখ্য, এদিন ত্রিপুরার পুরভোটের ফল প্রকাশের পর দেখা যায়, আসনের নিরিখে মাত্র একটি আসন জিতলেও ভোট শতাংশের নিরিখে তৃণমূল ত্রিপুরায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ত্রিপুরার রাজধানী আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডের মধ্যে ৪৩টি ওয়ার্ডে তৃণমূল রয়েছে দ্বিতীয় স্থানে৷ আমবাসার পুর পরিষদে ১৫টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের তৃণমূল দ্বিতীয় স্থানে। আমবাসায় একটিতে ১০ ভোটে এবং একটিতে ২৫ ভোটে হার হয়েছে তাদের। বহু আসনে ব্যবধান রয়েছে একশোর কম।
এই পরিস্থিতিতে তৃণমূলের দাবি ২০২৩ সালের জন্য তাঁরা প্রস্তুত। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, সবারই দাবি, তৃণমূলই এখন রাজ্যে প্রধান বিরোধী দল। তিন মাসের চেষ্টায় তৃণমূল ২০ শতাংশের বেশি ভোট দখল করেছে। এই আবহে ঘাসফুল শিবিরের দাবি, ২০২৩ সালে বিজেপির চ্যালেঞ্জার হতে চলেছে তারাই।