গতকাল সন্ধ্যা নাগাদ একটি পোস্ট করে অসম তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয়, নয়া রাজ্য সভাপতি হিসেবে দলের দায়িত্ব পাচ্ছেন রমেন বরঠাকুর। তবে কিছুক্ষণেই সেই পোস্ট মুছে ফেলল দল। পরে নয়া এক পোস্টে দাবি করা হয়, রমেন বরঠাকুর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এই নিয়ে অসমের রাজনৈতিক মহলে বিভ্রান্তি ছড়ায়। তৃণমূলের অনেক সমর্থকও প্রাথমিক ভাবে রোমেন বোরঠাকুরকে তৃণমূলের অসম রাজ্য সভাপতি উল্লেখ করে পোস্ট করেছিলেন। পরে সেই সব পোস্টও মুছে ফেলা হয়। পরে রাতের দিকে তৃণমূলের তরফ থেকে অভিষেকের সঙ্গে রোমেন বোরঠাকুরের ছবি পোস্ট করে জানানো হয়, তিনি দলে যোগ দিয়েছেন। (আরও পড়ুন: ভারতকে অস্থিতিশীল করতে চায় USA, অভিযোগ করে BJP, জবাবে মার্কিন দূতাবাস বলল...)
আরও পড়ুন: মমতা কি INDIA ব্লককে নেতৃত্ব দেওয়ার যোগ্য? 'অধিকার' নিয় বড় কথা বললেন শরদ পাওয়ার
এর আগে শনিবার রাত ৮টা ১৯ মিনিটে তৃণমূল কংগ্রেস অসমের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট করে লেখা হয়, 'অভিজ্ঞ রাজনীতিবিদ রমেন বরঠাকুরকে রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যে দুর্নীতিগ্রস্ত ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তিনি লড়াই করবেন।' সেই পোস্ট মুছে ফেলা হয়। ৮টা ৪০ মিনিটে নতুন এক পোস্ট করে জানানো হয়, রোমেন বোরঠাকুর দলে যোগ দিয়েছেন। পরে ফেসবুক থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করে লেখা হয়, 'আজ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেবের উপস্থিতিতে, আমরা শ্রী রোমেন চন্দ্র বোরঠাকুরকে আমাদের দলে স্বাগত জানাই। আমরা আত্মবিশ্বাসী যে, তাঁর নেতৃত্ব, নিঃস্বার্থভাবে জনগণের সেবা করার এবং ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের লক্ষ্যকে আরো শক্তিশালী করবে।'
প্রসঙ্গত রোমেন বরঠাকুর এর আগে অসম কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন এবং দলের মুখপাত্রও ছিলেন। তিনি ২০২৪ সালের জুলাই মাসেই আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। আর এরই মধ্যে ফের দল বদলে তিনি এবার তৃণমূল কংগ্রেসে এলেন। এর আগে অসম বিধানসভা নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ভোটে লড়ে হেরেছিলেন তিনি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই তৃণমূল ছাড়েন অসমের রাজ্য সভাপতি রিপুন বোরা। পাশাপাশি অসম তৃণমূলের সাংগঠনিক সম্পাদক অরূপজ্যোতি ভূঁইয়া, সাধারণ সম্পাদক গজেন্দ্র প্রসাদ উপমন্যু এবং সাধারণ সম্পাদক জুলফিকার হুসেনও দল ছেড়ে দেন সেই সময়। দলত্যাগের সময় রিপুন বলেছিলেন, অসমের বেশিরভাগ মানুষ তৃণমূলকে বাংলার আঞ্চলিক দল মনে করে। এই আবহে রিপুনের জায়গায় রোমেনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিভ্রান্তি ছড়ায় অসম তৃণমূলেরই পোস্টে। এই নিয়ে পরবর্তীতে নয়া পোস্ট করা হলেও স্পষ্ট কোনও ধারণা এখনও দেওয়া হয়নি।