বাংলা নিউজ > ঘরে বাইরে > Trinamool Congress: আর ‘একলা চলো’ নয়, কংগ্রেসের ডাকে সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী ঐক্যের পথেই তৃণমূল

Trinamool Congress: আর ‘একলা চলো’ নয়, কংগ্রেসের ডাকে সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী ঐক্যের পথেই তৃণমূল

ডেরেক ও'ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় (এএনআই) (Sanjay Sharma)

শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের ডাকা বৈঠকে যোগ দিল তৃণমূল কংগ্রেস। এদিকে আজকের বৈঠকে যোগ দিয়েছিল আম আদমি পার্টিও।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই ‘একলা চলো’ নীতি অবলম্বনে হাঁটছিল তৃণমূল কংগ্রেস। গত বর্ষকালীন সংসদীয় অধিবেশনেও বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেয়নি তৃণমূল কংগ্রেস। তবে এবারের শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গের ডাকা বৈঠকে যোগ দিল তৃণমূল কংগ্রেস। এদিকে আজকের বৈঠকে যোগ দিয়েছিল আম আদমি পার্টিও।

এর আগে কংগ্রেসের তরফে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী প্রার্থী ঘোষণার সময়ও তৃণমূল বিরোধীদের সঙ্গ দেয়নি। ধারাবাহিক ভাবে কংগ্রেসের ডাকা বৈঠক এড়িয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিরোধী পরিসরে কংগ্রেসের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঘাসফুল শিবিরের নেতারা। তবে এরই মাঝে এবার শীতকালীন অধিবেশনের আগে পথ বদল করল তৃণমূল কংগ্রেস।

রাজ্যে পরপর দুর্নীতির অভিযোগে জড়িয়ে জর্জরিত তৃণমূল কংগ্রেস। এই আবহে জাতীয় স্তরে ভাবমূর্তি বজায় রাখতে মরিয়া মমতা। এদিকে সংসদে নিজেদের নীলনকশা তৈরির জন্য আজ দুপুরে সৌগত রায়ের বাড়িতে বৈঠকে বসবে তৃণমূলের সংসদীয় দল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সাংসদদের আগামীর পথ বাতলে দেবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আসন্ন সংসদের অধিবেশনে জনস্বার্থ সম্পর্কিত কোন কোন বিষয়গুলিকে আরও গুরুত্ব সহকারে তুলে ধরা হবে সেটা নিয়েই আজ সাংসদদের পাঠ পড়াবেন মমতা। 

তাছাড়া সংসদের অধিবেশনে তৃণমূল কীভাবে বিজেপি বিরোধী আওয়াজ তুলে ধরবে, তারও নীলনকশা এঁকে দেবেন মমতা। ২০২১ সালে বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এখন ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তবে সাম্প্রতিককালে পরপর দুর্নীতির অভিযোগে জর্জরিত তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে।

ঘাসফুল সূত্রে খবর, এই অধিবেশনে তৃণমূল কর্মসংস্থান নিয়ে সরব হতে পারে। পাশাপাশি রাজ্যের বকেয়া বরাদ্দ মেটানো, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতি-সক্রিয়তা নিয়েও তৃণমূল তোপ দাগতে পারে বিজেপিকে। এদিকে তৃণমূলের দিল্লি বৈঠকে ব্রাত্যই থাকছেন শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী।

 

 

ঘরে বাইরে খবর

Latest News

‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.