বাংলা নিউজ > ঘরে বাইরে > বিজেপি শাসিত রাজ্যে অনুপ্রবেশের অভিযোগ, অমিত শাহকে চিঠি লিখলেন তিপ্রা মোথার বিধায়ক

বিজেপি শাসিত রাজ্যে অনুপ্রবেশের অভিযোগ, অমিত শাহকে চিঠি লিখলেন তিপ্রা মোথার বিধায়ক

অমিত শাহ (HT_PRINT)

এই চিঠি এবং অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী তাঁরা বেআইনি পথে নথি বানিয়ে ফেলেছে বলেও অভিযোগ তিপ্রা মোথার বিধায়কের। এইসব করে সরকারের কাছ থেকে পাট্টাও পেয়ে যাচ্ছে। কিন্তু কোনওভাবেই অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। ইতিমধ্যেই ২৩জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।

অনুপ্রবেশ ঠেকানো বিএসএফের দায়িত্ব। রাজ্য তাতে কোনও হস্তক্ষেপ করতে পারে না। এই কথা বারবার বলে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই অনুপ্রবেশ নিয়ে বিজেপির শরিক দল তিপ্রা মোথা কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করল। জাতীয় স্বার্থে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বিদেশি নাগরিকদের তাঁদের নিজ নিজ দেশে পাঠানোর পক্ষে সওয়াল করেছে তিপ্রা মোথা। রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মার তৈরি তিপ্রা মোথা। ত্রিপুরার আদিবাসী এলাকার জেলা পরিষদে ক্ষমতায় আছে তারা ২০২১ সাল থেকে।

ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য। সেখানে এবার অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ। তাই তিপ্রা মোথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এবার সরাসরি অমিত শাহকে চিঠি লিখলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘‌এখন এটা অত্যন্ত প্রয়োজন উচ্চপর্যায়ের কমিটি গঠন করে যেভাবে জম্মু–কাশ্মীর থেকে বিদেশিদের নিজেদের দেশে পাঠানো হয়েছে তেমন ত্রিপুরাতেও করা হোক। আর সেই কমিটিতে প্রশাসনিক সচিব, স্বরাষ্ট্রসচিব, জেলা পুলিশ সুপার, জেলাশাসক এবং রাজ্যস্তরের নোডাল অফিসারকে রাখা হোক।’‌ উত্তর– পূর্বের এই রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বাংলার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর এই রাজ্যেই অনুপ্রবেশ ঘটছে।

আরও পড়ুন:‌ প্রাথমিক শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্যের অভিযোগ, কলকাতা হাইকোর্টের বড় রায়

তিপ্রা মোথার বিধায়ক রঞ্জিত দেববর্মা এই কমিটি গঠন করে মাসিক রিপোর্ট নেওয়ার প্রস্তাব দিয়েছেন চিঠিতে। সুতরাং বিষয়টি যে খুব গুরুত্বপূর্ণ সেটা এই চিঠি থেকে স্পষ্ট হয়েছে। রঞ্জিত দেববর্মা চিঠিতে লেখেন, ‘‌আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এই চিঠিটি লিখছি বেআইনি অনুপ্রবেশ ঠেকানোর জন্য। এটাকে অগ্রাধিকার দিতে হবে। জাতীয় স্বার্থে অবিলম্বে বিদেশিদের চিহ্নিত করতে হবে। তবেই ভারতের স্বার্থ রক্ষিত হবে।’‌ আন্তর্জাতিক সীমানা পার করে অনুপ্রবেশ ঘটছে। ছামানু, গানদাতউইসা, কারবক এবং শিলাচারি দিয়ে এখানে ঢুকে পড়ছে বলে দাবি বিধায়কের।

এই চিঠি এবং অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী তাঁরা বেআইনি পথে নথি বানিয়ে ফেলেছে বলেও অভিযোগ তিপ্রা মোথার বিধায়কের। এইসব করে সরকারের কাছ থেকে পাট্টাও পেয়ে যাচ্ছে। কিন্তু কোনওভাবেই অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। ইতিমধ্যেই ২৩জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। এই অনুপ্রবেশ বেড়েই চলেছে। বিএসএফকে আরও সক্রিয় হতে হবে। ত্রিপুরার উত্তর দিক থেকে এই অনুপ্রবেশ ঘটছে বলে বিধায়কের দাবি।

পরবর্তী খবর

Latest News

Hrithik-Saba: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! কপাল খারাপ কাকে বলে…নিজের দোষেই রানআউট যশ দুবে! উপস্থিত বুদ্ধি দেখালেন মুলানি… টলিউডেও সন্দীপ ঘোষের মতো অপরাধীরা ঘুরছে…! ধরনা মঞ্চ থেকে সুর চড়ালেন দেবলীনা এবারের ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ! দেখে নিন তিথি, সময়কাল রোজ সকাল ৫টায় চা নিয়ে আসেন ডাক্তারের ধর্নাস্থলে, চিনে নিন কেষ্টপুরের দাদা-বউদিকে 'ম্যাডাম' মমতার ডাকে সাড়া, শনির পর আজও কালীঘাটে বৈঠকে যাচ্ছেন জুনিয়র ডাক্তররা মার্সিডিজ-BMWর রেষারিষি! দুই গাড়ির ধাক্কা Wagon R-এ, দুর্ঘটনা মুম্বইতে সুপ্রিম কোর্টে দায়ের হল মামলা, ঝুলে গেল উচ্চ প্রাথমিকে ১৪ হাজার নিয়োগ প্রক্রিয়া যে রাহুল গান্ধীর জিভ কেটে নিতে পারবে তাকেই ১১ লাখ দেব, ঘোষণা বিধায়কের পাক বংশদ্ভূত নেট বোলারে মুগ্ধ রোহিত! স্লোয়ার বলের খুটিনাটি জানতে চান বুমরাহও!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.