ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের বাকি আর একবছর। এর আগে দলকে শক্তিশালী করতে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটিতে রদবদল করা হল। কমিটিতে বেশ কয়েকজন নতুন মুখকে আনা হয়েছে। এদিকে দলের অন্দরে বিরোধ সত্ত্বেও রাজ্য সভাপতি পদে বহাল থাকলেন জঃ মানিক সাহা। তাঁর অনভিজ্ঞতার জেরে তাঁকে অপসারণের দাবি উঠেছিল। তবে আপাতত তিনি সেরাজ্যে দলকে নেতৃত্ব দেবেন।
এদিকে লোকসভা সংসদ সদস্য রেবতী ত্রিপুরা, বিজেপি মহিলা মোর্চার জাতীয় কার্যনির্বাহী সদস্য উত্তরা দেববর্মা এবং দলের নেতা অমিত রক্ষিতকে নতুন সহ-সভাপতি করা হয়েছে। তাছাড়া সাত মুখপাত্রের মধ্যে তিনজনই নতুন মুখ। উল্লেখ্য, সদ্য ঘোষিত ২৭ সদস্যের কমিটিতে সাতজন সহ-সভাপতি, তিনজন সাধারণ সম্পাদক, ছয়জন সচিব এবং সাতজন মুখপাত্রসহ একজন অফিস ইনচার্জ ও একজন দপ্তর সম্পাদক রয়েছেন।
এই বিষয়ে বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন, ‘পুরোনো রাজ্য কমিটিতে থাকা যে সদস্যরা এবারের কমিটিতে নেই, তাঁদের বাদ দেওয়া হয়নি। তাঁদের আলাদা দায়িত্ব দেওয়া হবে।’ উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরাকে সঙ্গে নিয়ে সরকার গড়ে। আইপিএফটিকে আটটি আসন ছেড়ে দিয়ে বাকি আসনগুলিতে লড়েছিল বিজেপি। তার মধ্যে ৩৬টি আসনে জিতে সরকার গঠন করেছিল গেরুয়া শিবির। তবে গত কয়েক মাসে বিজেপিতে ভাঙন ধরেছে। আশিস দাস বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। অপরদিকে সুদীপ রায় বর্ণ ও অশিস কুমার সাহা যোগ দেন কংগ্রেসে। এই আবহে দলের সংগঠন মজবুত করতেই এই রদবদল।