বাংলা নিউজ > ঘরে বাইরে > করোনা টেস্ট নেগেটিভ মুখ্যমন্ত্রীর, কাজ করবেন আগরতলার বাসভবন থেকেই

করোনা টেস্ট নেগেটিভ মুখ্যমন্ত্রীর, কাজ করবেন আগরতলার বাসভবন থেকেই

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (ফাইল ছবি, সৌজন্য, টুইটার @BjpBiplab)

তবে রাজ্যের ২০০ টির বেশি কনটেনমেন্ট জোনে বিধিনিষেধ শিথিল করা হয়নি।

পরিবারের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে স্বস্তি দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

মঙ্গলবার সকালে একটি টুইটবার্তায় বিপ্লব বলেন, ‘আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আগামী সাতদিন আমি বাড়িতে নিভৃতবাসে থাকব এবং অন্যান্য নির্দেশিকা মেনে চলব। আমি বাড়ি থেকেই কাজ করব। আপনাদের প্রার্থনা এবং শুভকামনার জন্য প্রিয় ত্রিপুরাবাসীকে ধন্যবাদ। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং আমরা মিলিতভাবে তাতে জিতব।’

এর আগে, গত সন্ধ্যায় একটি টুইটবার্তায় বিপ্লব বলেন, 'আমার পরিবারের দু'জন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। পরিবারের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ হয়েছে। আমি করোনা পরীক্ষা করিয়েছি। (টেস্টের) ফল এখনও আসেনি। বাসভবনে স্বেচ্ছায় নিভৃতবাসে আছি আমি এবং যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

আগরতলায় সরকারি বাসভবনে মা মিনা দেব, স্ত্রী নীতি এবং দুই সন্তানের সঙ্গে থাকেন বিপ্লব। তবে কারা করোনায় আক্রান্ত হয়েছেন, তা মুখ্যমন্ত্রী জানাননি। সরকারের তরফেও কোনও মন্তব্য করা হয়নি।

এদিকে, আটদিন লকডাউনের পর বিধিনিষেধ শিথিল করেছে ত্রিপুরা সরকার। মঙ্গলবার (৪ অগস্ট) ভোর পাঁচটা থেকে আগামী ১১ অগস্ট ভোর পাঁচটা পর্যন্ত সেই আনলক প্রক্রিয়া কার্যকর হবে। তবে রাজ্যের ২০০ টির বেশি কনটেনমেন্ট জোনে বিধিনিষেধ শিথিল করা হয়নি।

মুখ্যসচিব মনোজ কুমারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েকটি পদক্ষেপ জারি রাখা এবং করোনাভাইরাস মহামারীর সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্য ধাপে ধাপে আরও গতিবিধিতে পুনরায় ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।’

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.