বাংলা নিউজ > ঘরে বাইরে > কোভিডে প্রয়াত ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক, শোকবার্তা বিপ্লবের

কোভিডে প্রয়াত ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক, শোকবার্তা বিপ্লবের

প্রয়াত গৌতম দাস, সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক  (সংগৃহীত )

গত ৬ই সেপ্টেম্বর তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

ত্রিপুরা সিপিএমের রাজ্য সম্পাদক গৌতম দাস বৃহস্পতিবার কলকাতার নার্সিংহোমে প্রয়াত হয়েছেন। তিনি কোভিডের জেরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর স্ত্রী তপতী সেন, কন্যা স্বাগতা দাস ও পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। সূত্রের খবর, অগস্টের শেষদিকে গৌতম দাসের কোভিড ধরা পড়ে।এরপর তাঁকে আগরতলার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। এরপর তাঁকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় গত ৬ই সেপ্টেম্বর। এদিন সকাল ৭টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। 

দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৬৮ সালে তিনি সিপিএমে যোগ দিয়েছিলেন। ১৯৮৬ সালে তিনি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যপদ লাভ করেন। ১৯৯৪ সালে তিনি রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য হয়েছিলেন। এরপর ২০১৮ সালে তিনি রাজ্য সম্পাদকের পদ পান। ২০১৫ সালে ২১তম পার্টি কংগ্রেসে তিনি কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন। ১৯৭৯ থেক ২০১৫ সাল পর্যন্ত তিনি পার্টির মুখপত্র দেশের কথার সম্পাদকও ছিলেন। আগরতলা প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। সিপিএমের পলিটব্যুরো তাঁর প্রয়ানে শোক প্রকাশ করেছে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট করে জানিয়েছেন, সিপিএমের রাজ্য সম্পাদকের প্রয়ানে শোকস্তব্ধ। তাঁর আত্মার শান্তি কামনা করছি। ভগবানের কাছে প্রার্থনা করছি তাঁর শোকস্তব্ধ পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি তিনি দিন। 

 

ঘরে বাইরে খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.