বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রাক্তন বাম মন্ত্রীর বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ, সাড়ে দশ ঘণ্টা ধরে চলল তল্লাশি

প্রাক্তন বাম মন্ত্রীর বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ, সাড়ে দশ ঘণ্টা ধরে চলল তল্লাশি

ত্রিপুরায় প্রাক্তন বাম মন্ত্রীর বাড়িতে ক্রাইম ব্রাঞ্চের তল্লাশি

ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী এবং বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ পবিত্র করের বাড়িতে হানা দিলেন ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা।

ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী এবং বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ পবিত্র করের বাড়িতে হানা দিলেন ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা। পবিত্র করের আগরতলা এবং খেয়াপুরের বাড়িতে এই হানা চালায় ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা। শুক্রবার এই হানা দেওয়া হয়। সকাল সাড়ে আটটায় শুরু হয়ে তল্লাশি চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উল্লেখ্য, এক সপ্তাহ আগে ২ জুলাই বোধজুংনগর পুলিশ থানায় পবিত্র করের বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু হয়। প্রাথমিক তদন্তের পর তদন্তকারীরা জাবি করছেন যে পবিত্র কর বিভিন্ন প্রকল্প বাবদ ২৮ কোটি টাকা কারচুপি করেছেন। পবিত্র কর এর আগে ১৯৯৮ এবং ২০০৩ সালে রাজ্যের মন্ত্রী ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন।

এই তল্লাশি অভিযান সম্পর্কে এক তদন্তকারী অফিসার বলেন, 'ভিজিলেন্স বিভাগের দ্বারা পবিত্র করের বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। তাঁর বিরুদ্ধে আয় বহির্ভূত ২৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে।' তল্লাশিতে প্রায় ৩০টি নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান তদন্তকারী অফিসার। তার মধ্যে অেক সম্পত্তির নথি অন্য ব্যক্তির নামে রয়েছে বলে জানা গিয়েছে। অফিসার জানান, যদি আমরা নথি থেকে কিছু পাই তাহলে পবিত্র করকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠানো হবে।

তল্লাশির পর পবিত্র কর সাংবাদিকদের জানান যে তদন্তকারী দল তাঁর সম্পত্তি, বউয়ের সাড়ি এবং গয়নার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন ও বিশদ তথ্য জানতে চান। তিনি বলেন, 'আমার ব্যাঙ্কের পাস বই, বাড়ির দলিল, নথি বাজেপাপ্ত করে তালিকা দিয়ে যায়। তাঁরা তদন্ত করছে। আমি দুই দশক ত্রিপুরায় বিধায়ক থেকেছি। রাজ্যের মানুষ আমাকে চেনে।' তিনি দাবি করেন, তাঁর মূল আয়ের সূত্র বিধায়ক থাকার দরুণ পাওয়া পেনশন। তাছাড়া পৈত্রিক সম্পত্তি হিসেবে তার ধান ক্ষেত এবং রাবার প্ল্যান্টেশন রয়েছে।

এদিকে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানুক সরকার। এদিকে বিজেপির তরফে দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, 'তিনি দোষী হলে সাজা পাবেন। আই আইনের পথে চলবে।'

 

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.