বাংলা নিউজ > ঘরে বাইরে > বিরাট দুর্ঘটনা থেকে রেহাই, অল্পের জন্য বাঁচলেন ত্রিপুরার প্রাক্তন CM বিপ্লব দেব

বিরাট দুর্ঘটনা থেকে রেহাই, অল্পের জন্য বাঁচলেন ত্রিপুরার প্রাক্তন CM বিপ্লব দেব

অল্পের জন্য রক্ষা পেলেন বিপ্লব দেব। এএনআই, টুইটার

সদ্য ত্রিপুরায় ভোট শেষ হয়েছে। এবার ত্রিপুরাতেও ভোটের অন্য়তম বড় দায়িত্বে ছিলেন বিপ্লব দেব। পাশাপাশি তিনি হরিয়ানাতেও দলের দায়িত্বে রয়েছেন। সেক্ষেত্রে ত্রিপুরায় দলের দায়িত্ব শেষ করেই তিনি হরিয়ানায় চলে এসেছিলেন।

অল্পের জন্য় প্রাণে বাঁচলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।  বিরাট দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি। সোমবার হরিয়ানার পানিপতে তাঁর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। জিটি রোডেই ভয়াবহ দুর্ঘটনা। দুমড়ে, মুচড়ে গিয়েছে একটি গাড়ির সামনের অংশ। পুলিশ সূত্রে ও সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর।

সূত্রের খবর, হরিয়ানার চার্জে রয়েছেন বিপ্লব দেব। সেখানেই দলের কাজে গিয়েছিলেন তিনি।  তিনি দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন। সমলখা ও পানিপতের মধ্যে এই দুর্ঘটনা। তবে পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 

পুলিশ সূত্রে খবর, জিটি রোডে একটি গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। গাড়িটি রাস্তাতেই দাঁড়িয়ে পড়েছিল। আচমকাই বিপ্লব দেবের গাড়িটি গিয়ে অপর গাড়ির পেছনে আঘাত করে। তাতে বিপ্লব দেবের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে আসে। তারা কোনও রকমে পরিস্থিতি মোকাবিলা করে। তবে বিপ্লব দেব আপাতত অক্ষতই রয়েছেন। তিনি কোনও আঘাতপ্রাপ্ত হননি বলে খবর। 

এদিকে সদ্য ত্রিপুরায় ভোট শেষ হয়েছে। এবার ত্রিপুরাতেও ভোটের অন্য়তম বড় দায়িত্বে ছিলেন বিপ্লব দেব। পাশাপাশি তিনি হরিয়ানাতেও দলের দায়িত্বে রয়েছেন। সেক্ষেত্রে ত্রিপুরায় দলের দায়িত্ব শেষ করেই তিনি হরিয়ানায় চলে এসেছিলেন। সেখানে তিনি মূলত সংগঠনকে জোরদার করার কাজ করেন। সেই দলের কাজেই তিনি এসেছিলেন হরিয়ানায়। কিন্তু পথেই বড় দুর্ঘটনার মুখে পড়ল তার গাড়ি। কিন্তু বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন তারা। 

পুলিশ আপাতত দুর্ঘটনা কীভাবে হল তা খতিয়ে দেখছে। তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে বাংলাতেও সম্প্রতি অল্পের জন্য় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন শাসকদলের দুই বিধায়ক। সম্প্রতি মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন বিধায়ক জুন মালিয়া। সেই সময়  ১৬ নম্বর জাতীয় সড়়ক ধরে ছুটছিল গাড়িটি। উলুবেড়িয়ার থানার জোড়াকলতলার কাছে আচমকাই গাড়ির সামনে একটি হনুমান চলে আসে। সেই হনুমানটিকে সম্ভবত বাঁচাতে গিয়েছিলেন চালক। এদিকে গাড়ির গতি কিছুটা বেশি ছিল। এরপর গাড়িটি ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে আসে। এদিকে গাড়ির চাকাও ফেটে যায় বলে খবর। তবে রক্ষা পান বিধায়ক। গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিছুদিন আগে মুর্শিদাবাদেও বিধায়ক জাকির হোসেনের গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়েছিল। তখন তিনি অল্পের জন্য রক্ষা পান। তাঁর মাথার পেছনে কিছুটা চোট লাগে। সেই সময় তিনি দলীয় প্রচার সেরে ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি আচমকা তাঁর গাড়ির সামনে চলে আসে। পরপর তিনটি গাড়়ি তার জেরে একে অপরের পেছনে ধাক্কা দেয়। জাকির হোসেনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘরে বাইরে খবর

Latest News

১৮ বছরে পা রাখল হৃতিকের বড় ছেলে, বিশেষ পার্টির আয়োজনে কী কী করলেন সুজান-সাবা সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.