বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura: পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ত্রিপুরায় খাদ্যশস্যের বড় ঘাটতি এবার: Govt

Tripura: পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ত্রিপুরায় খাদ্যশস্যের বড় ঘাটতি এবার: Govt

ত্রিপুরায় খাদ্যশস্যের বড় ঘাটতি হতে পারে এবার। প্রতীকী ছবি (ANI Photo) (Sanjib Dutta)

কৃষি ডাইরেক্টর জানিয়েছেন, যদি কৃষকরা গাইডলাইন মেনে চলেন তবে ২০,০০০ হেক্টর জমি থেকে আমরা অতিরিক্ত প্রায় ১০,০০০ মেট্রিক টন ফসল পেতে পারি। তবে বিকল্প নানা পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির ব্যাপারেও চেষ্টা চলছে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন।

প্রিয়াঙ্কা দেববর্মন

পর্যাপ্ত বৃষ্টি হয়নি ত্রিপুরায়। আর তার জেরে এবার বড় প্রভাব পড়তে পারে ফসলের উৎপাদনে। প্রায় ৬০,০০০ মেট্রিক টন খাদ্যশস্যের ঘাটতি হতে পারে এবার। বুধবার এমনটাই জানিয়েছেন কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়।

রাজ্য সচিবালয়ে সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, বিজেপি পরিচালিত রাজ্য সরকার চাইছে রাজ্যের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে। কৃষকদের আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা নিয়েছে সরকার। আগামী আর্থিক বছরে রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় ১৩, ৫৯০ করতে।

তবে মন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক হিসাবে দেখা যাচ্ছে এবার প্রায় ৫৯,৫৭০ মেট্রিক টন কম ধান উৎপাদন হতে পারে। মূলত কম বৃষ্টিপাতের জেরে এভাবে ফসলের ঘাটতি হতে পারে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে ৫২ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে। এপ্রিল মাসে প্রায় ৬৪ শতাংশ বৃষ্টির ঘাটতি হয়েছে এবার।

সূত্রের খবর, রাজ্য় কৃষি দফতর ঝুম চাষের মাধ্যমে ১৫,৫০০ হেক্টর জমিতে চাষের ব্যাপারে পরিকল্পনা নিয়েছে। তার বাইরেও প্রায় ৩০,০০০ হেক্টর জমিতে চাষ করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানিয়েছেন, প্রতি হেক্টর জমিতে ৩৯১৮ টাকা আমন শস্যের চাষের আগে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন যারা মেনেছেন তাদের জন্য় এই ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে। কৃষি ডাইরেক্টর জানিয়েছেন, যদি কৃষকরা গাইডলাইন মেনে চলেন তবে ২০,০০০ হেক্টর জমি থেকে আমরা অতিরিক্ত প্রায় ১০,০০০ মেট্রিক টন ফসল পেতে পারি। তবে বিকল্প নানা পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধির ব্যাপারেও চেষ্টা চলছে বলে কৃষিমন্ত্রী জানিয়েছেন। 

বন্ধ করুন