বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura: শপথের কয়েক ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিপ্রা মোথা

Tripura: শপথের কয়েক ঘণ্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিপ্রা মোথা

তিপ্রা মোথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন (ANI) (HT_PRINT)

ত্রিপুরায় কার্যত উল্কাগতিতে উত্থান হয়েছিল তিপরা মোথার। ২৮ আসনের ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে ক্ষমতায় আসে তিপরা মোথা। তবে প্রথম থেকে তাদের অন্যতম দাবি গ্রেটার তিপরাল্যান্ড। এদিকে তারা এবার ৪২টি আসনে তারা লড়াই করেছিল। তার মধ্য়ে তারা ১৩টি আসনে জয় পান।

প্রিয়াঙ্কা দেববর্মন

শপথ গ্রহণের ঘন্টা তিনেক কেটেছে সবে। তার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসলেন তিপ্রা মোথার নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে। ২০২১ সালে তৈরি হয়েছিল তিপ্রা মোথা। কিছুদিনের মধ্যে ত্রিপুরাবাসীর মনে দাগ কাটতে শুরু করে ওই দল। এবারের বিধানসভা ভোটে ১৩টি আসন পেয়েছে তিপ্রা মোথা। 

বুধবার শপথগ্রহণের পরেই দুপুর ২টো নাগাদ স্টেট গেস্ট হাউসে এসেছিলেন। ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি মিটিংয়ে বসেন। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা  এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বলে খবর।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে বিজেপি নেতা সম্বিত পাত্র বলেন, আদিবাসীদের উন্নয়ন নিয়ে একটি আলোচনা হয়েছে। আগামী দিনে একাধিক মিটিং আমাদের হতে চলেছে। 

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানের আগের দিন তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মন জানিয়েছেন রাজ্যের আদিবাসীদের উন্নয়ন নিয়ে কোনও সাংবিধানিক সমাধান না হলে আমাদের পক্ষে সরকারের শরিক হওয়া সম্ভব নয়। 

এদিকে ত্রিপুরায় কার্যত উল্কাগতিতে উত্থান হয়েছিল তিপরা মোথার। ২৮ আসনের ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে ক্ষমতায় আসে তিপরা মোথা। তবে প্রথম থেকে তাদের অন্যতম দাবি গ্রেটার তিপরাল্যান্ড। এদিকে তারা এবার ৪২টি আসনে লড়াই করেছিল। তার মধ্য়ে তারা ১৩টি আসনে জয় পান।

এদিকে এর আগে বিজেপি ও বাম-কংগ্রেস জোট উভয়ই  তিপ্রা মোথাকে তাদের দলের মধ্য়ে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু তখনই তিপ্রা মোথা জানিয়ে দিয়েছিল লিখিতভাবে কোনও দল যদি সাংবিধানিক সমাধান করার আশ্বাস দেয় তবেই তারা  সেই দলের সঙ্গে শরিক হতে পারে। তবে কোনও দলই সেই লিখিত আশ্বাস দেয়নি। এরপর তিপ্রা মোথা এককভাবে লড়াই করে। 

এদিকে বুধবার ৯জন মন্ত্রীর কাউন্সিল এদিন শপথগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহা শপথ নিয়েছেন এদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও একাধিক পদস্থ নেতা এদিন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত ছিলেন। 

এদিকে এবার ভোটের আগে থেকেই এবার বিজেপির তাবড় নেতারা ত্রিপুরায় প্রচারে গিয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই এবার বাম- কংগ্রেসকে নিশানা করে তোপ দেগেছিলেন। সেই সঙ্গেই তিপ্রা মোথাকেও নিশানা করেছিলেন তারা। তবে এবার ত্রিপুরায় বেশ ভালো আসন পেয়েছে তিপ্রা মোথা। তবে আদিবাসীদের উন্নয়নে দাবি থেকে তারা এখনও সরেনি। 

ঘরে বাইরে খবর

Latest News

এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন' মেয়েকে ২৫০কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার, রাহা-ই বলিপাড়ার সবথেকে ধনী ‘স্টার কিড বহুবিবাহ আইনে ২য় স্ত্রী ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে মামলা নয়: কর্ণাটক হাইকোর্ট 'নমো অ্যাপে একটা সেলফি তুলুন', হালকা চালে AI থেকে UPI নিয়ে আলোচনা মোদী-গেটসের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.