বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura: দুর্ঘটনা রুখতে ২৪ ঘণ্টার জন্য় বড় পরিষেবা শুরু ত্রিপুরায়

Tripura: দুর্ঘটনা রুখতে ২৪ ঘণ্টার জন্য় বড় পরিষেবা শুরু ত্রিপুরায়

ত্রিপুরার মুখ্য়মন্ত্রী মানিক সাহা (Twitter Photo) (HT_PRINT)

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইওয়ে দিয়ে অনেক সময় মাদক পাচারও করা হয়।সেই প্রবনতা কমানোর ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। নর্থ ডিস্ট্রিক্ট ও উনকোটি জেলায় এই পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

প্রিয়াঙ্কা দেববর্মন

হাইওয়েতে দুর্ঘটনা কমাতে এবার বড় সিদ্ধান্ত ত্রিপুরায়। সোমবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা প্রথম ২৪ ঘণ্টার জন্য ন্যাশানাল হাইওয়ে পেট্রল গাড়ির সূচনা করলেন। এটি ২৪ ঘণ্টাই কার্যকরী থাকবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৮ শতাংশ পথ দুর্ঘটনা বেড়ে গিয়েছে ত্রিপুরায়। প্রতি মাসে ২.৫ শতাংশ পথ দুর্ঘটনায় মৃত্যুও বেড়েছে। সূত্রের খবর, ২০২০ সাল থেকে এই পর্যন্ত প্রায় ৯০,০০০ গাড়ি ত্রিপুরার রাস্তায় চলাচল করেছে। ১০ হাজার গাড়ি অন্য় রাজ্য থেকেও ত্রিপুরায় যাতায়াত করেছে।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চারটি ন্যাশানাল হাইওয়ে পেট্রল ভেহিকেলের সূচনা করা হয়েছে। এর মাধ্যমে পথ দুর্ঘটনা কমানোর চেষ্টা করা হবে। গাড়িতে স্পিডোমিটার, ব্রেথ অ্য়ানালাইজার থাকবে। মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালাচ্ছে কি না সেটাও পরীক্ষা করে দেখা হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইওয়ে দিয়ে অনেক সময় মাদক পাচারও করা হয়।সেই প্রবনতা কমানোর ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। নর্থ ডিস্ট্রিক্ট ও উনকোটি জেলায় এই পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সূত্রের খবর, মূলত বেপরোয়াভাবে গাড়ি চালানোর জেরেও দুর্ঘটনা ঘটে। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেকারণেই এবার বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। 

 

 

 

বন্ধ করুন