বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘‌আমাকে কোণঠাসা করে রাখা হচ্ছে’‌, তৃণমূল ত্যাগ করলেন ত্রিপুরার আশিস

‘‌আমাকে কোণঠাসা করে রাখা হচ্ছে’‌, তৃণমূল ত্যাগ করলেন ত্রিপুরার আশিস

ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস।

এখন ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেখানে যে কমিটি গঠন করা হয়েছে তাঁর শীর্ষে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনের আগে গিয়েছিলেন বিজেপিতে। তবে ফলাফল প্রকাশ হওয়ার পর রাজীব তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। এখানে আশিসের সঙ্গে রাজীবের সমস্যা শুরু হয়েছে। 

কিছুদিন আগে তিনি বিজেপি ছেড়েছিলেন। তবে তখন একটা নজির তৈরি করেছিলেন। কালীঘাটে এসে মাথা মুড়িয়ে আদিগঙ্গায় স্নান করে বিজেপি সংস্রব ত্যাগ করেছিলেন ত্রিপুরার সুরমার বিধায়ক আশিস দাস। তার পর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু ৬ মাসের মধ্যেই ফের দল ত্যাগ আশিসের। আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস ছাড়লেন এই বিধায়ক। তাঁর অভিযোগ, ত্রিপুরায় ভোট ভাগাভাগি করে বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সুতরাং দলত্যাগ।

ঠিক কী ঘটেছে ত্রিপুরায়?‌ আজ, শুক্রবার আগরতলায় সাংবাদিক বৈঠক করেন আশিস দাস। সেখানে আশিস দাস বলেন, ‘তৃণমূল কংগ্রেসে দলবাজি বেশি। আমাকে কোণঠাসা করে রাখা হচ্ছে। এখানে কাজের পরিসর নেই। ত্রিপুরার নির্বাচনে ভোট কাটাকাটি করে বিজেপিকেই সুবিধা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি উৎসাহ হারিয়ে ফেলেছি।’‌

কী খবর পাওয়া যাচ্ছে?‌ সূত্রের খবর, আগামী নির্বাচনে সুরমা আসন থেকে আশিস দাসকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা মোটামুটি ঠিক ছিল। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ বুঝতে পেরেই দলত্যাগ করেছেন আশিস দাস। আগে কংগ্রেসে ছিলেন। তারপর বিজেপিতে যোগ। সেখান থেকে তৃণমূল কংগ্রেস গিয়েও দল ছাড়লেন। এবার কোথায় যাবেন?‌ আশিসের বক্তব্য, সুরমার মানুষ চাইলে সেখান থেকে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এখন ত্রিপুরার দায়িত্বে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সেখানে যে কমিটি গঠন করা হয়েছে তাঁর শীর্ষে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। একুশের নির্বাচনের আগে গিয়েছিলেন বিজেপিতে। তবে ফলাফল প্রকাশ হওয়ার পর রাজীব তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছেন। এখানে আশিসের সঙ্গে রাজীবের সমস্যা শুরু হয়েছে। তাই আশিসের দল ছাড়া নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেস।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.