বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura Murder: দুই মেয়ে, পুলিশ সহ ৫জনকে খুনের দায়ে মৃত্যুদণ্ড যুবকের

Tripura Murder: দুই মেয়ে, পুলিশ সহ ৫জনকে খুনের দায়ে মৃত্যুদণ্ড যুবকের

মৃত্যুদণ্ডের নির্দেশ দিল আদালত। প্রতীকী ছবি (HT_PRINT)

গতবছর ২৬ নভেম্বর গভীর রাতে প্রদীপ দেবরায় নামে ৪১ বছর বয়সী ওই ব্যক্তি তার দুই মেয়েকে খুন করে। তার ভাই অমলেশকেও খুন করে। এরপর স্ত্রীকে জখম করে সে পালায়। এরপর দুই পথচারী কৃষ্ণ দাস ও তার ছেলের উপর হামলা চালায়। এরপর সত্যজিৎ মল্লিক নামে এক ডিউটি অফিসার ঘটনাস্থলে এসেছিলেন। তার উপরেও হামলা চালায় প্রদীপ।

প্রিয়াঙ্কা দেববর্মন

নিজের দুই নাবালিকা কন্য়া সহ পাঁচজনকে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ত্রিপুরা আদালত। সে তার দুই মেয়ে, এক পুলিশকর্মী সহ পাঁচজনকে খোয়াই জেলাতে খুন করেছিল। খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি শঙ্করী দাস বুধবার এই নির্দেশ দিয়েছেন।

সরকারি আইনজীবী বিকাশ দেব জানিয়েছিলেন, দীর্ঘ শুনানি ও পুলিশের তদন্তের পরে দেখা গিয়েছে ওই ব্যক্তির মানসিক কোনও সমস্যা ছিল না। এক বছরের মধ্যে তদন্ত শেষ করা হয়।

এদিকে গতবছর ২৬ নভেম্বর গভীর রাতে প্রদীপ দেবরায় নামে ৪১ বছর বয়সী ওই ব্যক্তি তার দুই মেয়েকে খুন করে। তার ভাই অমলেশকেও খুন করে। এরপর স্ত্রীকে জখম করে সে পালায়। এরপর দুই পথচারী কৃষ্ণ দাস ও তার ছেলের উপর হামলা চালায়। এরপর সত্যজিৎ মল্লিক নামে এক ডিউটি অফিসার ঘটনাস্থলে এসেছিলেন। তার উপরেও হামলা চালায় প্রদীপ। পরে ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। পরে প্রদীপকে পুলিশ গ্রেফতার করে।

ত্রিপুরা পুলিশ টুইট করে জানিয়েছে, এসডিপিও রাজীব সূত্রধরকে অভিনন্দন। তাঁর তদন্তের উপর ভিত্তি করেই মৃত্যুদণ্ডের নির্দেশ কার্যকরী হয়েছে।

 

 

বন্ধ করুন