বাংলা নিউজ > ঘরে বাইরে > সরস্বতী পুজোর দিনই ছাত্রীর শ্লীলতাহানী শিক্ষকের,আত্মঘাতী নির্যাতিতা,ধৃত অভিযুক্ত

সরস্বতী পুজোর দিনই ছাত্রীর শ্লীলতাহানী শিক্ষকের,আত্মঘাতী নির্যাতিতা,ধৃত অভিযুক্ত

সরস্বতী পুজোর দিনই ছাত্রীর শ্লীলতাহানী শিক্ষকের,আত্মঘাতী নির্যাতিতা,ধৃত অভিযুক্ত 

অভিযুক্ত শিক্ষক নির্যাতিতার স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন পরে অন্যস্কুলে বদলি হয়ে গিয়েছিলেন তিনি।

সরস্বতী পুজোর দিন ত্রিপুরার খোয়াই জেলায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক সরকারি শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অপমান সহ্য করতে না পেরে নির্যাতিতা আত্মহত্যা করেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে খোয়াইয়ের এসডিপিও নির্দেশ দেব বলেন, 'অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।' তিনি আরও বলেন, 'নিহতের পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে কোনও অভিযোগ দায়ের করেননি। খবর পেয়েই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। মামলাটি এখন আরও তদন্তাধীন রয়েছে।'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৌমেন চৌধুরী নামক অভিযুক্ত শিক্ষক ভারত সর্দার পাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াতেন এক সময়। তার বাড়িও সেই এলাকাতেই। স্কুলে সরস্বতী পুজো উদযাপন করার পরে তার বাড়ির পথ দিয়ে যাচ্ছিল স্কুলেরই এক ছাত্রী। সেই সময় মেয়েটিকে থামায় সেই শিক্ষক। নির্যিতিতার অভিভাবকদের দাবি, অভিযুক্ত ব্যক্তিই মেয়েটিকে মারধর করে এবং শ্লীলতাহানী করে।

নির্যিতিতার পরিবারের এক সদস্য বলেন, ‘সে বাড়ি ফেরার পর আমাদের সামনে কিছু বলেননি। কিন্তু সে স্বাভাবিক আচরণ করছিল না। এমনকি সে আত্মহত্যার চেষ্টা করে।’ জানা গিয়েছে যে অভিযুক্ত শিক্ষক নির্যাতিতার স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন এবং এখন উনাকোটি জেলার অধীনে কৈলাশহরের অন্য একটি স্কুলে বদলি হয়েছেন।

বন্ধ করুন