প্রিয়াঙ্কা দেববর্মন
গ্রামের সালিশিসভায় পরস্পরের মধ্য়ে তুমুল ঝগড়া। তার মাঝে পড়ে মৃত্যু হয়েছিল ১ মাস বয়সি এক শিশুর। শিশুর মায়ের দাবি, তাকে লাথি মারা হয়েছিল। তখনই কোল থেকে বাচ্চাটি পড়ে যায়। তার ২৪ ঘণ্টার মধ্য়েই গ্রেফতার করা হল এক অভিযুক্তকে। ত্রিপুরার দক্ষিণ জেলার ঘটনা।
আসলে একটি গুপ্তক্রিয়া সংক্রান্ত বই চুরির অভিযোগ উঠেছিল ওই শিশুর বাবার বিরুদ্ধে। তারপর গ্রামে সালিশি সভা বসে। নজরুল ইসলাম হল ওই শিশুর বাবা। তিনি দিনমজুরের কাজ করেন। তাকে সালিশি সভায় ডাকা হয়েছিল। তার স্ত্রী রিনা আখতারকেও ডাকা হয় মিটিংয়ে। লালন মিঁয়া নামে গ্রামের এক মাতব্বরের বাড়িতে মিটিং বসেছিল গত ৬ নভেম্বর। রিনা সেই সময় তাঁর একমাসের শিশুকে কোলে করে নিয়ে গিয়েছিলেন মিটিংয়ে। আর সেই সালিশি সভায় ওই মহিলাকে লাথি মারা হয় বলে অভিযোগ। এরপর শিশুটি মায়ের কোল থেকে পড়ে যায়। আচমকাই শিশুটির কান্না বন্ধ হয়ে যায়।
রিনা এরপর শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকরা তাঁকে জানান, মনে হয় প্রচন্ড আঘাতের জেরে শিশুটির শ্বাস নিতে সমস্য়া হচ্ছে। পরে মৃত্য়ু হয় শিশুটির। এদিকে রিনার দাবি, গত ৮ নভেম্বর রাতে তার বাড়িতেও ভাঙচুর করা হয়েছিল। এরপর সালিশি সভাতেও তাদের উপর হামলা চালানো হয়।
মঙ্গলবার মৃত্যু হয় ওই শিশুটির। এরপর শান্তিরবাজার থানায় ফারুক ইসলাম, জামাল মিঁয়া, সুলতান হোসেন, রোসানা বেগম ও সুপ্রিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মা। পুলিশ পরে ফারুককে গ্রেফতার করে। অ্যাসিস্ট্যান্ট ইনসপেক্টর জেনারেল অফ পুলিশ জ্যোতিষ্মান দাস চৌধুরী একথা জানিয়েছেন।