বাংলা নিউজ > ঘরে বাইরে > শুধু আদানিই নয়! ঋণের বোঝায় ডুবে আরেক বৃহৎ ভারতীয় সংস্থা, আপনি জানেন?

শুধু আদানিই নয়! ঋণের বোঝায় ডুবে আরেক বৃহৎ ভারতীয় সংস্থা, আপনি জানেন?

অন্য কয়েকটি বড় সংস্থার শেয়ারেরও যে দুরাবস্থা, তা অনেকেই খেয়াল করছেন না। ঠিক যেমন আরেক ভারতীয় শিল্পপতি অনিল আগরওয়ালের বেদান্ত রিসোর্সেস লিমিটেড। সংস্থার ঘারে এখন বেজায় ঋণের পাহাড়। জানুয়ারিতে ১ বিলিয়ন মার্কিন ডলারের বন্ডও বকেয়া তাদের।