বাংলা নিউজ > ঘরে বাইরে > বেতন ফেরতের সিদ্ধান্ত থেকে ডিগবাজি খেলেন অধ্যাপক! মিডিয়ার ঘাড়ে চাপালেন দোষ

বেতন ফেরতের সিদ্ধান্ত থেকে ডিগবাজি খেলেন অধ্যাপক! মিডিয়ার ঘাড়ে চাপালেন দোষ

‘বেতনের ২৪ লাখ টাকা ফেরানোর সিদ্ধান্ত তুলে নিলেন অধ্য়াপক। (ছবি সংগৃহীত)

লালন কুমার এখন জানাচ্ছেন আমি বলেছিলাম ক্লাসে হাজিরা অত্যন্ত কম। আর মিডিয়া লিখে দিয়েছে হাজিরা একেবারে শূন্য। এতে প্রতিষ্ঠান সম্পর্কে ভুল বার্তা গিয়েছে। তবে রেজিস্ট্রার ওই অধ্যাপকের চেক ফেরৎ নিতে চাননি।

অরুণ কুমার

মুজফ্ফরপুরের নীতিশ্বর কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লালন কুমার। ৩৩ মাসের বেতন ফেরৎ দিতে চেয়েছিলেন তিনি। ২৩.৮০ লাখ টাকা ফেরৎ দিতে চান তিনি। কারন ছাত্র না থাকায় তিনি নাকি পড়াতে পারেননি। কিন্তু আচমকাই কেন তিনি তাঁর সিদ্ধান্ত থেকে সরে এলেন?

এবার তিনি জানিয়েছেন, আমি ৬বার বদলির জন্য আবেদন করেছি। কিন্তু কেউ শোনেনি। আমি কোনও সিদ্ধান্ত নিতে পারিনি। আমি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এতদিন যে বেতন পেয়েছি সেই চেকও ফেরৎ দিতে চেয়েছিলাম। কিন্তু কয়েকজন সিনিয়রের সঙ্গে আলোচনা করে দেখলাম আমার এটা করা উচিত নয়। বিশ্ববিদ্যালয় ও কলেজের যে নিয়ম রয়েছে সেই অনুসারেই কাজ করা দরকার।আবেগের বশে কিছু করা উচিত নয়। আমি স্বেচ্ছায় লিখিত ও মৌখিক সব ইচ্ছা তুলে নিলাম।

এদিকে লালন কুমার এখন জানাচ্ছেন আমি বলেছিলাম ক্লাসে হাজিরা অত্যন্ত কম। আর মিডিয়া লিখে দিয়েছে হাজিরা একেবারে শূন্য। এতে প্রতিষ্ঠান সম্পর্কে ভুল বার্তা গিয়েছে। তবে রেজিস্ট্রার ওই অধ্যাপকের চেক ফেরৎ নিতে চাননি।

এদিকে কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক ডঃ রবি রঞ্জন জানিয়েছেন, লালন কুমারের মূল লক্ষ্য ছিল যাতে তাঁকে বদলি করা হয়। এর আগেও তিনি সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলেছেন।

বন্ধ করুন