ফের একবার মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মোদীকে 'খুব ভালো মানুষ' আখ্যা দিয়ে ট্রাম্প এও বলেন, 'মোদী একজন কিলার'। এদিকে ভোটে জিতলে ভারতের ওপরে চড়া হারে আমদানি-রফতানি কর চাপাবেন বলে দাবি করলেন ট্রাম্প। তিনি বলেন, 'আমেরিকার পণ্যের ওপরে ভারত চড়া হারে কর চাপিয়ে রেখেছে। তার শোধ নিতে ভারতীয় পণ্যের আমদানি রফতানি হার বৃদ্ধি করব আমি।' (আরও পড়ুন: SCO সম্মেলনের আগে রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি হামলায় মৃত ২০)
আরও পড়ুন: মোদীর উপহার দেওয়া দেবীর মুকুট চুরি, বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া বার্তা ভারতের
আরও পড়ুন: পুতিনের সঙ্গে গোপনে কথা ট্রাম্পের, পাঠিয়েছেন উপহার, বিস্ফোরক দাবি সাংবাদিকের
ট্রাম্পের কথায়, 'বেশ কিছু দেশ আমাদের পণ্যের ওপর অতিরিক্ত কর নেয়। তার মধ্যে ভারত অন্যতম। কর চাপানো দেশের তালিকায় তারা শীর্ষে রয়েছে। মার্কিন পণ্যে ২০০ শতাংশ বেশি কর আদায় করে চিন। কিন্তু সবথেকে বেশি পণ্যশুল্ক নেয় ভারত। চিনের থেকেও তাদের শুল্ক অনেক চড়া। তবে আমি ক্ষমতায় এলে ভারতের উপরেও চড়া হারে আমদানি-রফতানি কর চাপাব। আমার আমেরিকার আয় বৃদ্ধি করা। এখন বাণিজ্য শুল্ক হিসেবে অতিরিক্ত কোনও মাশুল চাপায় না সরকার। চিন ২০০ শতাংশ অতিরিক্ত শুল্ক নেয়, ব্রাজিল নেয় তার থেকেও বেশি। কিন্তু, ভারত এদের মধ্যে শীর্ষে।' ডেট্রয়েট ইকনমিক ক্লাবের এক অনুষ্ঠানে এই সব কথা বলেন ট্রাম্প। (আরও পড়ুন: বেছে নেওয়া হল রতনের উত্তরসূরী, টাটা ট্রাস্টের মাথায় বসলেন কে?)
আরও পড়ুন: 'বন্ধু হারাল ফ্রান্স', রতন টাটার প্রয়াণে শোকবার্তা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর
আরও পড়ুন: ফ্রেশারদের জন্য সুখবর, ক্যম্পাসিং শুরু করল TCS, প্রথম ৬ মাসে নিয়োগ ১১০০০ জনকে
আরও পড়ুন: বন্ধনে চন্দ্রশেখেরের উত্তরসূরিও বাঙালি, নয়া MD-র নাম ঘোষণায় শেয়ারের দর বাড়ল ১০%
এদিকে নরেন্দ্র মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন, 'মোদী বিরাট নেতা। মহান মানুষ। সত্যিই বড় মাপের লোক। উনি দারুণ কাজ করেছেন। কিন্তু, ওনার দেশ খুব চড়া হারে শুল্ক আদায় করে। ওনাকে আপাতভাবে দেখলে মনে হবে খুবই ভালো মানুষ। উনি আমার খুব ভালো বন্ধু। দারুণ লোক। বাইরে দেখে মনে হবে, উনি যেন আপনার অভিভাবক। তবে তিনি কিলার। ওটাও তাঁর অসামান্য এক ক্ষমতা।'