রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি তালিবান নেতার কাছে তাঁর বাড়ির একটি ছবি পাঠিয়েছিলেন। এর জেরে সোস্যাল মিডিয়ায় নানা মিম করা হচ্ছে। ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে একটি বিতর্কসভায় তিনি এনিয়ে তাঁর বক্তব্য পেশ করেন।
তিনি ২০২১ সালের আগে তালিবানদের সঙ্গে তাঁর সমঝোতার কথা তুলে ধরেন। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী তুলে নেওয়া সংক্রান্ত বিষয়ের কথা উল্লেখ করেন তিনি।
ট্রাম্প ওই বিতর্কসভায় জানিয়েছেন,তিনি তখনও তালিবানের প্রধান। আমি আব্দুলকে বললাম এমনটা করবেন না। যদি আর কখনও করেন তবে আপনার সমস্যা হয়ে যাবে। তিনি আমাকে বললেন আমাকে কেন বাড়ির ছবি পাঠিয়েছেন?
আসলে এটা মনে করা হয় যে ওই তালিবান নেতা যাতে ভয় পায় সেকারণে এই ধরনের ছবি পাঠানো হয়েছিল। আফগানিস্তানে মার্কিন সেনার উপর যাতে তালিবানরা হামলা চালাতে না পারে সেকথাও বলা হয়েছিল।
তবে আব্দুল বলতে ট্রাম্প ঠিক কাকে বোঝাতে চেয়েছেন সেটা পরিস্কার নয়। মনে করা হচ্ছে তিনি আব্দুল গনি বরাদরের কথা বলতে চাইছেন। তিনি ছিলেন আমেরিকার সঙ্গে তালিবানদের একজন সমঝোতাকারী।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্য়াল মিডিয়ায় একেবারে মিমের ছড়াছড়ি। একজন লিখেছেন, ট্রাম্প কি সত্যি সত্যি বাড়ির ছবি পাঠিয়েছিলেন?
অপর একজন লিখেছেন আপনি কেন আমায় আপনার বাড়ির ছবি পাঠিয়েছেন? আমি আব্দুলকে ধরতে চাই।
এদিকে ট্রাম্প নিজেও জানিয়েছেন এই বিতর্কসভাটা আমার খুব ভালো লেগেছে। তবে আগামী দিনের বিতর্কসভায় যোগ দেওয়ার ক্ষেত্রে তাঁর যে কিছুটা দ্বিধা রয়েছে সেকথাও উল্লেখ করেন তিনি।