বাংলা নিউজ > ঘরে বাইরে > বিশ্বাসযোগ্য সঙ্গী, আমেরিকার সঙ্গে বন্ধন নিয়ে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

বিশ্বাসযোগ্য সঙ্গী, আমেরিকার সঙ্গে বন্ধন নিয়ে মন্তব্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ(PTI Photo) (PTI)

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন,শুক্রবারের মিটিং দুই দেশের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে। আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও সুসংহত পদ্ধতিতে মোকাবিলা করতে আমরা এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

স্বাতী ভাসিন

মার্কিন ট্রেজারি সেক্রেটারির সঙ্গে যৌথ ব্রিফিংয়ে আমেরিকার সঙ্গে ভারতের বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি আমেরিকাকে কার্যত বিশ্বাসযোগ্য সঙ্গী বলে উল্লেখ করেন। বর্তমানে মার্কিন ট্রেজারি সেক্রেটারি দিল্লিতে রয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, আমরা একটা জোরদার দ্বিপাক্ষিক সম্পর্ক রক্ষা করেছি।

এদিকে এই দুদেশের মধ্য়ে আদানপ্রদানকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উদ্যোগী হয়েছেন। কোয়াড ও ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক এই অর্থনৈতিক সহযোগিতাকে আরও জোরদার করেছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন,শুক্রবারের মিটিং দুই দেশের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে। আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও সুসংহত পদ্ধতিতে মোকাবিলা করতে আমরা এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তাহের প্রথম দিকে জি-২০র লোগো উদ্বোধন করেছেন। ভারতের এই জি ২০ প্রেসিডেন্সি থিম ছিল বসুধৈব কুটুম্বকম অথবা এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। মহা উপনিষদ থেকে এই থিমটি নেওয়া হয়েছিল বলে খবর। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই থিমের মাধ্যমে জীবনের নানা মূল্যবোধকে সামনে আনা হয়। সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়, মানুষ, গাছপালা, পশুদের মধ্যে এই পৃথিবীতে একে অপরের মধ্যে যোাগযোগকে এই থিমের মাধ্যমে তুলে আনা হয়।

বন্ধ করুন