বাংলা নিউজ > ঘরে বাইরে > Hanuman Chalisa record on Youtube: YouTube-এ রেকর্ড গড়ল ‘হনুমান চালিশা’, পার করল ৩০০ কোটি ভিউয়ের মাইলস্টোন

Hanuman Chalisa record on Youtube: YouTube-এ রেকর্ড গড়ল ‘হনুমান চালিশা’, পার করল ৩০০ কোটি ভিউয়ের মাইলস্টোন

ফাইল ছবি: টি-সিরিজ (T-Series)

বিশ্লেষক সংস্থা স্ট্যাটিস্তার হিসাব অনুযায়ী, YouTube-এর সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা চ্যানেল T-Series । তাদের প্রায় ২৩৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। PewDiePie এবং Mr Beast-এর মতো চ্যানেলের থেকেও অনেক বেশি এগিয়ে টি-সিরিজ। তবে একথা সত্যি, টি-সিরিজ আর স্বাধীন ইউটিউবারদের মধ্যে অনেক ফারাক রয়েছে।

ইউটিউবে ৩ বিলিয়ন ভিউ পেরিয়ে গেল 'হনুমান চালিশা'। টি-সিরিজের প্রকাশিত এই ভিডিয়োতে গুলশন কুমার রয়েছেন। গেয়েছেন হরিহরণ। মিউজিক লেবেল টি-সিরিজ জানিয়েছে, এটিই ভারতের প্রথম ইউটিউব ভিডিয়ো, যা ৩ বিলিয়ন ভিউ পার করেছে। অর্থাত্ ৩০০ কোটি ভিউ এসেছে।

হনুমান চালিশা-র এই ভিডিয়োটি ৯:৪১ মিনিটের। তুলসীদাসের হিন্দু ভক্তিমূলক স্তোত্রের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ এই ভিডিয়ো। হনুমানজি'কে উৎসর্গ করে এই গান। ধর্মের উর্ধ্বে বিশ্বজুড়ে মানুষ ভারতীয় আধ্যাত্মিকতার সাক্ষী থেকেছেন এই হনুমান চালিশার মাধ্যমে।

ভিডিয়োটি ২০১১ সালের মে মাসে ইউটিউবে আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত এই ভিডিয়োতে ১.২ কোটিরও বেশি লাইক পড়েছে। আরও পড়ুন: ভুয়ো ভিডিয়ো বানিয়ে শেয়ারের দাম বাড়ানো! শেয়ার বাজার থেকে ব্যান আরশাদ ওয়ারসি

জার্মানি-ভিত্তিক ভোক্তা তথ্য এবং বাজার অন্তর্দৃষ্টি কোম্পানি স্ট্যাটিস্তার মতে, T-Series-এর YouTube চ্যানেলটি সবচেয়ে বেশি অনুসরণ করে এবং PewDiePie এবং Mr Beast-এর থেকে এগিয়ে। টি-সিরিজের 238 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে।

বিশ্লেষক সংস্থা স্ট্যাটিস্তার হিসাব অনুযায়ী, YouTube-এর সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার থাকা চ্যানেল T-Series । তাদের প্রায় ২৩৮ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। PewDiePie এবং Mr Beast-এর মতো চ্যানেলের থেকেও অনেক বেশি এগিয়ে টি-সিরিজ। তবে একথা সত্যি, টি-সিরিজ আর স্বাধীন ইউটিউবারদের মধ্যে অনেক ফারাক রয়েছে।

T-Series মূলত বলিউড গান, আধুনিক গান, আধ্যাত্মিক গান আপলোড করে। তাদের অধীনে ২৯টি ইউটিউব চ্যানেল রয়েছে। বিভিন্ন ভাষাতেও, যেমন হিন্দি, পঞ্জাবি, ভোজপুরি, তেলেগু, তামিল, হরিয়ানভি, কন্নড়, মারাঠি এবং গুজরাটি ভাষায় চ্যানেল রয়েছে টি-সিরিজের।

টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে ১২ অগস্ট ১৯৯৭ সালে মুম্বইয়ে গুলি করে হত্যা করা হয়। তিন আততায়ীর গুলিতে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: Hero Alom: ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হল হিরো আলমের মূর্তি, কী বলছেন বাংলাদেশের নেটনাগরিকরা?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন