বাংলা নিউজ > ঘরে বাইরে > লকডাউনে ১৩০০ কর্মী ছাঁটল দেশের ধনীতম মন্দির পরিচালক পর্ষদ

লকডাউনে ১৩০০ কর্মী ছাঁটল দেশের ধনীতম মন্দির পরিচালক পর্ষদ

কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি)।

দরপত্র নবীকরণ হয়নি বলেই ১ মে একধাক্কায় ১,৩০০ কর্মীর চুক্তিতে দাঁড়ি টেনে দিয়েছে টিটিডি।

লকডাউনে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল তিরুমালা তিরুপতি দেবস্থানামস (টিটিডি), দেশের সবচেয়ে বিত্তবান ভেঙ্কটেশ্বর দেবের মন্দির পরিচালনা সংস্থা। গত শুক্রবার অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এই সংস্থা থেকে ছাঁটাই করা হয়েছে ১,৩০০ কর্মী।

জানা গিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীরা দীর্ঘ কয়েক বছর যাবৎ মন্দিরের বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম ও মাধবম অতিথিশালায় সাফাই ও দেখভালের দায়িত্বে ছিলেন। 

টিটিডি-র মুখপাত্র টি রবি হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, ‘গত ৩১ এপ্রিল অতিথিশালায় কর্মী জোগানকারী সংস্থার সঙ্গে টিটিডি-এর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এত দিনে কর্মী নিয়োগের বিষয়ে নতুন দরপত্র হাঁকার কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে দরপত্র চূড়ান্ত করার জন্য বৈঠকে বসতে পারেনি টিটিডি ট্রাস্ট বোর্ড।’

দরপত্র নবীকরণ হয়নি বলেই ১ মে একধাক্কায় ১,৩০০ কর্মীর চুক্তিতে দাঁড়ি টেনে দিয়েছে টিটিডি। 

প্রসঙ্গত, গত ২৪ মার্চ লকডাউন আরোপ করার আগে জারি করা বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় শ্রম দফতর সমস্ত কর্মী নিয়োগকারী সংস্থাকে এই সময় কর্মী ছাঁটাই থেকে বিরত থাকার আবেদন জানায়। বিশেষ করে চুক্তিবদ্ধ শ্রমিকদের ছাঁটাই না করার জন্য আর্জি জানায় মন্ত্রক।

ছাঁটাইয়ের সিদ্ধান্তে স্বভাবতই ক্ষোভ তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। শ্রমিক দিবসে টিটিডি-এর প্রধান দফতরের সামনে সমবেত প্রতিবাদ জানান তাঁরা। তাঁদের দাবি, চুক্তি শেষ হয়ে গেসেও লকডাউনের মাঝে মানবিকতার খাতিরে কর্মীদের চাকরিতে বহাল রাখা হোক। 

বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে দেখা করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন টিটিডি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি। তাঁর দাবি, টিটিডি-এর স্থায়ী কর্মীরাও লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন এবং নামমাত্র সংখ্যায় হাজিরা দিচ্ছেন। লকডাউন পর্বে ছাঁটাই হওয়া শ্রমিকদের টিটিডি সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন। 

 

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.