একেবারে সম্মুখসমরে নেমে ধাক্কা খেল দু'পক্ষই। আন্ধেরি ইস্ট বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে কোনও পক্ষকেই শিবসেনার নাম এবং প্রতীক ব্যবহারের অনুমতি দিল না জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ ওই উপ-নির্বাচনে শিবসেনার নাম এবং প্রতীক ব্যবহার করতে পারবে না উদ্ধব ঠাকরে শিবির এবং একনাথ শিন্ডে শিবির।
শনিবার অন্তবর্তীকালীন নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে, আন্ধেরি ইস্ট বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে লড়াইয়ের জন্য সোমবারের মধ্যে উদ্ধব এবং শিন্ডে শিবিরকে নিজেদের দলের সম্ভাব্য নাম হিসেবে তিনটি বিকল্প জমা দিতে হবে। সেইসঙ্গে দলের প্রতীক (যে প্রতীক ইতিমধ্যে কোনও দলকে হিসেবে বিকল্প পেশ করতে হবে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে। দুই গোষ্ঠী যে বিকল্প জমা দেবে, তার ভিত্তিতে উদ্ধব এবং শিন্ডে শিবিরকে আন্ধেরি ইস্ট বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে লড়াইয়ের জন্য প্রতীক এবং দলের নাম নির্ধারণ করে দিতে পারে কমিশন।
আরও পড়ুন: Maharashtra Panchayat Election Result: পঞ্চায়েত ভোটে ‘জয়’ BJP-শিন্ডে ডোটের, পালটা দাবি আঘাড়ি জোটের
উল্লেখ্য, আন্ধেরি ইস্ট বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন এগিয়ে যাওয়ার কারণ দর্শিয়ে কমিশনের কাছে ‘বিদ্রোহী’ শিবিরকে শিবসেনার প্রতীক এবং নাম প্রদানের আর্জি জানিয়েছিলেন শিন্ডেরা। সেই প্রেক্ষিতে শনিবার অন্তর্বর্তীকালীন নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আপাতত শিবসেনার প্রতীক এবং নাম পাবে না কোনও শিবিরই।
সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিল উদ্ধব শিবির
উল্লেখ্য, গত মাসের শেষের দিকে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, শিবসেনার প্রতীক নিয়ে যে লড়াই শুরু হয়েছে, তাতে ম্যাচ রেফারি থাকবে কমিশনই। উদ্ধব শিবিরের আর্জি খারিজ করে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বলেছিল, 'নির্বাচন কমিশনে সওয়াল-জবাবে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না বলে নির্দেশ দিচ্ছি আমরা।'
আরও পড়ুন: Real Shiv Sena tussle: আসল শিবসেনা কারা? সুপ্রিম কোর্টে ধাক্কা উদ্ধবদের, রেফারি নির্বাচন কমিশনই
এমনিতে চলতি বছর চূড়ান্ত নাটকের পর মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির জোট সরকার পড়ে গিয়েছিল। শিন্ডে শিবিরের বিদ্রোহের জেরে পড়ে গিয়েছিল জোট সরকার। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েন শিন্ডে। ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। তারইমধ্যে আইনি লড়াই চলতে থাকে। দু'পক্ষই নিজেদের প্রকৃত শিবসেনা দাবি করতে থাকে। সেই লড়াই আপাতত ‘ড্র’ হয়েছে।