বৃহস্পতিবার বাগদাদে ভিড়ে ঠাসা ব্যবহৃত পোশাকের বাজারে আত্মঘাতী জোড়া সন্ত্রাসবাদী বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ২৮ জন, জখম হলেন ৭৩।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এ দিন দুপুরে অসুস্থ হওয়ার ভান করে তেহরানের তাভারান স্কোয়্যারের বিশাল পোশাক বাজারের ভিতরে দৌড়ে ঢুকে পড়ে প্রথম আত্মঘাতী জঙ্গি। কোভিড অতিমারী জনিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সেই সময় বাজারের ভিতরে থিকথিক করছিল ক্রেতা-বিক্রেতার ভিড়। অসুস্থ ব্যক্তিকে তাঁদের অনেকে ঘিরে ধরলে বিস্ফোরণ ঘটায় জঙ্গি।
বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহগুলির আশপাশে মানুষ জড়ো হতেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটায় অন্য এক আত্মঘাতী জঙ্গি।
ঘটনাস্থলে উপস্থিত এক এএফপি আলোকচিত্রী জানিয়েছেন, বাজারজুড়ে কাদায় মাখামাখি হয়ে রয়েছে হতাহতের দেহাংশ, পোশাকের টুকরো ও চাপ চাপ রক্ত। আহতদের উদ্ধারে ও নিহতদের দেহ সরাতে কাজে নেমেছে উদ্ধারকারী বাহিনী। আহতদের চিকিৎসায় বাগদাদে স্বাস্থ্যকর্মীদের মোতায়েন করেছে প্রশাসন।
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারি মাসে তাভারান স্কোয়্যারেই আত্মঘাতী বিস্ফোরণে ৩০ জন প্রাণ হারিয়েছিলেন। ২০০৩ সালে আমেরিকার নেতৃত্বে ইরাক আক্রমণের পর থেকে একাধিক আত্মঘাতী বিস্ফোরণের সাক্ষী থেকেছে বাগদাদ। পরে ইসলামিক স্টেটস ইরাকে হামলা চালানোর সময়ও সন্ত্রাসবাদীদের নিশানায় পড়ে রাজধানী শহর। তবে ২০১৭ সালে আইএস-এর মুঠো শিথিল হলে আত্মঘাতী জঙ্গি হামলার হার কমতে শুরু করে।